শিরোনাম
মহেশখালীতে এক্সিলারেট এনার্জি ও হোপ ফাউন্ডেশনের যৌথ উদ্যেগে হোপ হসপিটাল উদ্বোধন অসহায় গৌরদাসের পাশে ইউএনও মঈনুল হক নিলামে উঠছে সাবেক এমপিদের বিলাসবহুল ২৪ গাড়ি যাদের দোয়া কবুল হয় না নওগাঁ সরকারি কলেজে মেলা পলকের স্ত্রীর ২৮ বিঘা জমি জব্দ ও ১৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ গুম-আয়নাঘর শেখ মুজিবের আমল থেকেই শুরু : মাহফুজ আলম রমজানে রাজধানীর ২৫ স্পটে সুলভে মিলবে মাংস-ডিম-দুধ গভীর রাতে মশাল মিছিল, দিনের বেলা লাপাত্তা আওয়ামী লীগের দূর্গে পালিত হয়নি হরতাল বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুনের জামিন মঞ্জুর শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের ৭৪ কোটি ৩১ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল কুষ্টিয়া ৪৭ বিজিবি তিস্তার ন্যায্য পানি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে: মির্জা ফখরুল নওগাঁয় ছাত্র শিবিরের দুইদিন ব্যাপী প্রকাশনা উৎসব শুরু নিউজ টুয়েন্টি ওয়ান  টিভির উপ-ব্যাবস্থাপনা পরিচালক রিদোয়ান হোসেন কক্সবাজারে আগমনে ফুলেল শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক ৩ দিনের রিমান্ডে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী মোনালিসা ‘জুলাই শহীদ’ ও ‘যোদ্ধারা’ মাসিক ১৫ ও ২০ হাজার টাকা করে ভাতা পাবেন ইউটিউব আইডি থেকে জি-মেইল বের করে ১৩ লাখ টাকা জিতলেন গবেষক
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

বন্ধুত্বের টানে কক্সবাজার, রাঙ্গামাটি ও সীতাকুণ্ড, ঘোরাঘুরি

এন এইস সোহান, কুষ্টিয়া :
আপলোড সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে, ছুটে যাই বহুদূর ঘুরতে,কখনও পাহাড় বা কখনো সমুদ্র সৈকত আবার কখনওবা পাহাড়ের চূড়ায়।

২০ জানুয়ারি সোমবার থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ৫ দিনের ট্যুর, কুষ্টিয়ার দৌলতপুর ও পাবনার বেশ কয়েকজন সাংবাদিক বন্ধু নিয়ে চলে এলাম কক্সবাজার, রাঙ্গামাটি ও সীতাকুণ্ড। এবার আমাদের সাথে সফর সঙ্গী ছিল দুই ফ্যামিলি মেয়েরা তাতে একটু সমস্যা থাকলেও তার মধ্য দিয়ে পার করতে হয়েছিল, ট্যুর আবার ঘুরাঘুরির সময় একটু ভুলের কারনে একটু কষ্টদায়ক হয়ে গিয়েছিল তারপরও মনে হয়নি ক্লান্তি। সময়টা এবার ঘোরাঘুরিতে বেশ কাজে লাগিয়েছি, কারণ এবার আমাদের ট্যুরে বেশ কিছু ছবি তুলতে পেরেছি ,আবার আমাদের বন্ধু জাহিদ সরকার ও মাহমুদিল হাসান মামুন, সব সময় ভালো ভালো গান শুনিয়েছে এবার আমাদের ঘোরাঘুরি সময় বেশ কয়েকজন সাংবাদিক বন্ধু কাছাকাছি ছিলাম সব সময়, বলা যায়, পারিবারিক বন্ধুতা। এর মধ্যে রয়েছে– মিলন, সেতু মাহমুদিল হাসান মামুন, সুরুজ খান, শিশির, আশারাফ-জাহিদ সরকার, পিন্টু , রাজিব ও কক্সবাজারের সাংবাদিক বন্ধু বাবুসহ অনেকেই। অবাক হয়ে যাবেন, ওরা আমার সঙ্গে বেশ মজা করে। মজাগুলো আমি দারুণ উপভোগ করি। বরাবরই ওদের সঙ্গে গ্রুপ ছবিতে আমার চোখ বন্ধ আসে। এটি কিন্তু কাকতালীয়, অনেক সতর্ক থাকলেও এটি হয়ে যায়। এই চোখ বন্ধ ছবিই আবার তারা পোস্ট করবে, এই নিয়ে আবার কত কী! বন্ধুদের মধ্যে অনেক মজা হয়। বন্ধুদের মধ্যে মজা-দুষ্টুমি না থাকলে কিসের বন্ধু। এগুলো নিয়ে হাসাহাসিও হয় অনেক। এজন্য অনেক দিন ধরে পরিকল্পনা ছিল সময় করে ঘুরতে যাব। কারও সঙ্গে কারও শিডিউল মিলছিল না। মিলন, সেতু, মাহমুদিল হাসান মামুন, সুরুজ খান, শিশির, আশারাফ-জাহিদ সরকার, পিন্টু , রাজিবসহ সবাই মিলে কক্সবাজার, রাঙ্গামাটিন ও সীতাকুণ্ড, দেখে এলাম। কোনো কাজে নয়, সবাই মিলে সময় কাটাতে। এর আগে সমুদ্রে ঘুরতে পারতাম না, একসঙ্গে কফি খাওয়া হতো না, একটু গান শোনাও হতো না– এসব নিয়ে খুবই আফসোস হতো। তখন আফসোস করে বলতাম, যে আমরা সবাই এই জায়গাগুলোতে আসব। এবার আগে থেকেই প্ল্যান করেছিলাম, পছন্দের জায়গাগুলোতে ঘুরব, মাইন্ড ফ্রেশ করব। সবাই সাংবাদিক পেশায় থাকার কারণে হয়ে উঠছিল না।

এবার আমাদের ব্যাটে-বলে মিলে গেছে। তাই সময়টা দারুণ কাটিয়েছি। মজার ব্যাপার হচ্ছে, এবার আমাদের বন্ধুত্বের এক সঙ্গে উদযাপন করলাম। আমাদের ট্যুর এতটাই ভালো হয়েছে, আমরা সবাই সফল ট্যুর সেলিব্রেট করার জন্য কুষ্টিয়ার দৌলতপুর ও পাবনা থেকে এক হওয়ার পরিকল্পনাও করি। কারণ, আমাদের অনেক দিনের ইচ্ছা পূরণ হয়েছে।


এই বিভাগের আরও খবর