বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে, ছুটে যাই বহুদূর ঘুরতে,কখনও পাহাড় বা কখনো সমুদ্র সৈকত আবার কখনওবা পাহাড়ের চূড়ায়।
২০ জানুয়ারি সোমবার থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ৫ দিনের ট্যুর, কুষ্টিয়ার দৌলতপুর ও পাবনার বেশ কয়েকজন সাংবাদিক বন্ধু নিয়ে চলে এলাম কক্সবাজার, রাঙ্গামাটি ও সীতাকুণ্ড। এবার আমাদের সাথে সফর সঙ্গী ছিল দুই ফ্যামিলি মেয়েরা তাতে একটু সমস্যা থাকলেও তার মধ্য দিয়ে পার করতে হয়েছিল, ট্যুর আবার ঘুরাঘুরির সময় একটু ভুলের কারনে একটু কষ্টদায়ক হয়ে গিয়েছিল তারপরও মনে হয়নি ক্লান্তি। সময়টা এবার ঘোরাঘুরিতে বেশ কাজে লাগিয়েছি, কারণ এবার আমাদের ট্যুরে বেশ কিছু ছবি তুলতে পেরেছি ,আবার আমাদের বন্ধু জাহিদ সরকার ও মাহমুদিল হাসান মামুন, সব সময় ভালো ভালো গান শুনিয়েছে এবার আমাদের ঘোরাঘুরি সময় বেশ কয়েকজন সাংবাদিক বন্ধু কাছাকাছি ছিলাম সব সময়, বলা যায়, পারিবারিক বন্ধুতা। এর মধ্যে রয়েছে– মিলন, সেতু মাহমুদিল হাসান মামুন, সুরুজ খান, শিশির, আশারাফ-জাহিদ সরকার, পিন্টু , রাজিব ও কক্সবাজারের সাংবাদিক বন্ধু বাবুসহ অনেকেই। অবাক হয়ে যাবেন, ওরা আমার সঙ্গে বেশ মজা করে। মজাগুলো আমি দারুণ উপভোগ করি। বরাবরই ওদের সঙ্গে গ্রুপ ছবিতে আমার চোখ বন্ধ আসে। এটি কিন্তু কাকতালীয়, অনেক সতর্ক থাকলেও এটি হয়ে যায়। এই চোখ বন্ধ ছবিই আবার তারা পোস্ট করবে, এই নিয়ে আবার কত কী! বন্ধুদের মধ্যে অনেক মজা হয়। বন্ধুদের মধ্যে মজা-দুষ্টুমি না থাকলে কিসের বন্ধু। এগুলো নিয়ে হাসাহাসিও হয় অনেক। এজন্য অনেক দিন ধরে পরিকল্পনা ছিল সময় করে ঘুরতে যাব। কারও সঙ্গে কারও শিডিউল মিলছিল না। মিলন, সেতু, মাহমুদিল হাসান মামুন, সুরুজ খান, শিশির, আশারাফ-জাহিদ সরকার, পিন্টু , রাজিবসহ সবাই মিলে কক্সবাজার, রাঙ্গামাটিন ও সীতাকুণ্ড, দেখে এলাম। কোনো কাজে নয়, সবাই মিলে সময় কাটাতে। এর আগে সমুদ্রে ঘুরতে পারতাম না, একসঙ্গে কফি খাওয়া হতো না, একটু গান শোনাও হতো না– এসব নিয়ে খুবই আফসোস হতো। তখন আফসোস করে বলতাম, যে আমরা সবাই এই জায়গাগুলোতে আসব। এবার আগে থেকেই প্ল্যান করেছিলাম, পছন্দের জায়গাগুলোতে ঘুরব, মাইন্ড ফ্রেশ করব। সবাই সাংবাদিক পেশায় থাকার কারণে হয়ে উঠছিল না।
এবার আমাদের ব্যাটে-বলে মিলে গেছে। তাই সময়টা দারুণ কাটিয়েছি। মজার ব্যাপার হচ্ছে, এবার আমাদের বন্ধুত্বের এক সঙ্গে উদযাপন করলাম। আমাদের ট্যুর এতটাই ভালো হয়েছে, আমরা সবাই সফল ট্যুর সেলিব্রেট করার জন্য কুষ্টিয়ার দৌলতপুর ও পাবনা থেকে এক হওয়ার পরিকল্পনাও করি। কারণ, আমাদের অনেক দিনের ইচ্ছা পূরণ হয়েছে।