কুষ্টিয়ায় ৪৭ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ২৬ শে জানুয়ারী রবিবার দুপুরে ৪৭ বিজিবি’র শহিদ কর্নেল শামসুল আরেফিন আহমেদ হলে প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি’র সেক্টর কমান্ডার মারুফুল আবেদীন।
প্রীতিভোজের পূর্বে অতিথিবৃন্দ ৪৭ বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।
প্রীতিভোজ অনুষ্ঠানে ৪৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মাহবুব মোরশেদ পিএসসি এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য দেন,
৪৭ বিজিবি সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনের পাশাপাশি ইন-এইড-টু সিভিল পাওয়ার এর আওতায় শান্তি শৃঙ্খলা রক্ষায় অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে আসছে।
তিনি বলেন, সীমান্তবর্তী এলাকার জনসাধারণকে দেশের সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অত্র ব্যাটালিয়ন কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচী সর্বমহলে প্রশংসিত হয়েছে। কঠোর পরিশ্রম, সততা ও পেশাগত উৎকর্ষতার মধ্য দিয়ে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ এর গৌরবোজ্জল পতাকাকে সমুন্নত রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
এসময় উপস্থিত ছিলেন জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন দপ্তর প্রধান, বিজিবি’র অন্যান্য অফিসার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।