জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গোপালগঞ্জ জেলায় কোটালীপাড়া উপজেলা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার বিকালে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ফাইনাল খেলায় গোপালগঞ্জ সদর উপজেলা একাদশকে টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কোটালীপাড়া উপজেলা একাদশ।
গোপালগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ এমন স্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে
সারা দেশের মতো গোপালগঞ্জ জেলায় ৬ দলীয় অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এই ফুটবল টুর্নামেন্টটি বাস্তবায়ন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস।
শুক্রবার সন্ধ্যায় ফাইনাল খেলা শেষে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার দেন।
পুরস্কার বিতরণকালে গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেছেন, ‘খেলাধুলা আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য দুটো গঠনে ভূমিকা রাখে। জাতীয় পর্যায়ে এই আয়োজন তরুণ সমাজের দেশ গঠনে ভূমিকা রাখবে এবং আমাদের ক্রীড়ামোদী একটা সমাজ গড়ে তুলতে ভূমিকা রাখবে।’ তিনি বিজয়ী দল ও খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানানোর পাশাপাশি আয়োজন সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, জেলার নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, জেলা ক্রীড়া অফিসার মো. শাহীন সুলতান রাজা প্রমুখ।
টুর্নামেন্টসূত্রে জানাযায়, ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। তারই অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে দেশের ৬৪ জেলার চলছে ফুটবল টুর্নামেন্ট।
জেলা পর্যায়ের সেরাদের নিয়ে অনুষ্ঠিত হবে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। এখান থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে অনুষ্ঠিত হবে ট্রেনিং ক্যাম্প। তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে বলে।