ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড বাজার থেকে ১৫ কেজি গাঁজাসহ দুই নারী ভুয়া সাংবাদিককে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) দিবাগত গভীররাতে ঐ দুই নারী সাংবাদিক তাদের গলায় দৈনিক সরেজমিন ও চ্যানেল এস টিভির কার্ড ঝুলিয়ে মাইক্রোবাসে গাঁজা নিয়ে যাচ্ছিল।
আটককৃতরা হলেন, বরিশাল বেতাগী থানার বেতাগী গ্রামের আসিফ মল্লিকের স্ত্রী সামিয়া শীতল (২০) ও বাগেরহাটের কচুয়া থানার সোহাগ মাতুব্বরের স্ত্রী মারিয়াম বেগম(২২)।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান জানান, সোমবার রাতে ঢাকা থেকে ভাঙ্গাগামী ঐ মাইক্রোবাসটিকে ভাঙ্গার হাইওয়ে থানার সামনে পুলিশ সিগন্যাল দিলে চালক তা অমান্য করে গতি বাড়িয়ে দ্রুত পালিয়ে যেতে চেষ্টা করে। পরে পুলিশ মাইক্রোবাসটিকে ধাওয়া করে। মাইক্রোবাসটির চালক ভাঙ্গার মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যায়। এসময় সাদা ঐ মাইক্রোবাসটি তল্লাশী করে ৬ প্যাকেটে ১৫ কেজি গাজা, ৩ টি মোবাইল ও সাদা নোয়া মাইক্রোবাস সহ গলায় সাংবাদিকের কার্ড ঝুলানো দুই নারী ভুয়া সাংবাদিককে আটক করে থানায় আনা হয়। তারা দু’জন ঢাকার সাইনবোর্ড থেকে ১৫ কেজি গাজাঁ নিয়ে ভাঙ্গায় আসছিল পাচারের জন্য। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে ভুয়া সাংবাদিকের পরিচয়ে তারা মাদক পাচার করত।
তাদের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে। আটক দুই নারীকে আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।