ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে থানার ওসিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে লিপ্ত হন তারা। এ দু’টি দোকান ও একটি বাড়িতে ভাঙচুর করা হয়।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে বেলা ১১ পর্যন্ত উপজেলার ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামের সাথে পার্শ্ববর্তী মিরাকান্দা গ্রামের মধ্যে এই সংঘর্ষ হয়। জানা গেছে, সলিথা ও মীরাকান্দা গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
গত শুক্রবার রাতে সলিথা মাদ্রাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওই ওয়াজ শুনতে মীরাকান্দা এলাকার লোকজন যান। এ সময় পূর্বশত্রুতার জেরে মীরাকান্দার এক তরুণকে মারধর করেন সলিথার কয়েক তরুণ। এ নিয়ে রাতেই ওই দুই গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে শনিবার সকাল ৯টা থেকে আবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উভয় গ্রামের লোকেরা দেশীয় অস্ত্র ঢাল, সড়কি, রামদা, ইটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বেলা ১১ টা পর্যন্ত চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এসময় নগরকান্দা সেতু দিয়ে চলাচল বন্ধ হয়ে যায়।
ফরিদপুরের সিনিয়র সহকারি পুলিশ সুপার (নগরকান্দা-সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এলাকার পরিবেশ এখন নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তীতের যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।