শিরোনাম
৭৪ কোটি ৩১ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল কুষ্টিয়া ৪৭ বিজিবি তিস্তার ন্যায্য পানি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে: মির্জা ফখরুল নওগাঁয় ছাত্র শিবিরের দুইদিন ব্যাপী প্রকাশনা উৎসব শুরু নিউজ টুয়েন্টি ওয়ান  টিভির উপ-ব্যাবস্থাপনা পরিচালক রিদোয়ান হোসেন কক্সবাজারে আগমনে ফুলেল শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক ৩ দিনের রিমান্ডে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী মোনালিসা ‘জুলাই শহীদ’ ও ‘যোদ্ধারা’ মাসিক ১৫ ও ২০ হাজার টাকা করে ভাতা পাবেন ইউটিউব আইডি থেকে জি-মেইল বের করে ১৩ লাখ টাকা জিতলেন গবেষক ছবি ও অ্যাপ ডিলিট ছাড়াই আইফোনের স্টোরেজ খালি করুন! কোস্ট গার্ড উপকূলীয় জনগণের নিকট আস্থার প্রতীকে পরিণত : স্বরাষ্ট্র উপদেষ্টা মিরপুর ও হাতিরঝিলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত পরিবেশ, জনস্বাস্থ্য রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে অগ্রাধিকার দেয়া হবে: ডিএনসিসি প্রশাসক তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে চলছে অবস্থান কর্মসূচি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার বেনাপোলে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা অনুষ্ঠিত  সদরপুরে ড্রামট্রাক ও মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত, ১ মিরপুরে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে আহবায়ক কমিটি ঘোষনা নওগাঁয় সপ্তাহব্যাপী বইমেলা শুরু তিনদিন ঘন কুয়াশা পড়ার আভাস
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন

হামজা চৌধুরীর মতো আরও ফুটবলার চান জামাল

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

লিস্টার সিটিতে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীকে ঘিরে ফুটবলপ্রেমিদের স্বপ্নের ডানা মেলতে শুরু করেছে। হামজার উপস্থিতি বাংলাদেশের ফুটবলে বড় প্রভাব ফেলবে এমনটা বিশ্বাস করেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও।

আসছে মার্চে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচেই অভিষেক হতে পারে ইংল্যান্ডে বেড়ে ওঠা এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। ভারতের বিপক্ষে সেই ম্যাচ ঘিরে প্রত্যাশা যেন আকাশচুম্বী! জামাল ভূঁইয়াও হামজার অন্তর্ভুক্তিকে বিশাল ব্যাপার মনে করছেন।

শনিবার সকালে শুরু হয়েছে বাফুফে-এএফসি ‘এ’ ডিপ্লোমা কোচিং কোর্সের প্রথম পার্ট। যেখানে অংশ নিয়েছেন জামাল, মামুনুল ইসলামসহ বেশ কয়েকজন সাবেক ফুটবলার। কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের পর গণমাধ্যমে কথা বলেছেন জামাল।

সেখানে হামজাকে নিয়ে তিনি বলেছেন, ‘হামজার খেলা দেশের জন্য এটা অনেক বড় বিষয়। কেননা, উনি সর্বোচ্চ পর্যায়ে, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন। তো হামজাসহ আরো তিন-চারজন থাকলে দেশের জন্য ভালো না! হামজা এলে এটা সবার জন্য ভালো।’

গত সেপ্টেম্বরের পর থেকে প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে জামাল।

পারিবারিক কারণে গত নভেম্বরে মালদ্বীপের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলেননি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে কোনো দলের সঙ্গে ছিলেন না তিনি। বিদেশি কোনো লিগেও সুযোগ হয়নি। তো এই সময়টা কীভাবে পার করছেন এই মিডফিল্ডার?

জামাল বলছিলেন, ‘এতদিন আমি ডেনমার্কের ছিলাম। ওখানে স্থানীয় পর্যায়ের একটি ক্লাবে খেলেছি, অনুশীলন করেছি।’

মৌসুমের দ্বিতীয় ভাগে কোনো দলে দেখা যাবে কিনা প্রশ্নের জবাবে জামালের উত্তর, ‘আগামী দশ দিনের ভেতর সেটা জানাতে পারব। ক্লাবগুলো সঙ্গে আলোচনা চলছে।’


এই বিভাগের আরও খবর