শিরোনাম
মহেশখালীতে এক্সিলারেট এনার্জি ও হোপ ফাউন্ডেশনের যৌথ উদ্যেগে হোপ হসপিটাল উদ্বোধন অসহায় গৌরদাসের পাশে ইউএনও মঈনুল হক নিলামে উঠছে সাবেক এমপিদের বিলাসবহুল ২৪ গাড়ি যাদের দোয়া কবুল হয় না নওগাঁ সরকারি কলেজে মেলা পলকের স্ত্রীর ২৮ বিঘা জমি জব্দ ও ১৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ গুম-আয়নাঘর শেখ মুজিবের আমল থেকেই শুরু : মাহফুজ আলম রমজানে রাজধানীর ২৫ স্পটে সুলভে মিলবে মাংস-ডিম-দুধ গভীর রাতে মশাল মিছিল, দিনের বেলা লাপাত্তা আওয়ামী লীগের দূর্গে পালিত হয়নি হরতাল বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুনের জামিন মঞ্জুর শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের ৭৪ কোটি ৩১ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল কুষ্টিয়া ৪৭ বিজিবি তিস্তার ন্যায্য পানি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে: মির্জা ফখরুল নওগাঁয় ছাত্র শিবিরের দুইদিন ব্যাপী প্রকাশনা উৎসব শুরু নিউজ টুয়েন্টি ওয়ান  টিভির উপ-ব্যাবস্থাপনা পরিচালক রিদোয়ান হোসেন কক্সবাজারে আগমনে ফুলেল শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক ৩ দিনের রিমান্ডে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী মোনালিসা ‘জুলাই শহীদ’ ও ‘যোদ্ধারা’ মাসিক ১৫ ও ২০ হাজার টাকা করে ভাতা পাবেন ইউটিউব আইডি থেকে জি-মেইল বের করে ১৩ লাখ টাকা জিতলেন গবেষক
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় চালের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

এন এইস সোহান, কুষ্টিয়া :
আপলোড সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

কুষ্টিয়াসহ সারাদেশে চালের দাম বৃদ্ধি পাওয়ায় পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টার সময় কুষ্টিয়া শহরের বড় বাজারের বিভিন্ন চালের দোকান ঘুরে দেখেন জনাব মোঃ তৌফিকুর রহমান- জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া। জনাব মোঃ মিজানুর রহমান- পুলিশ সুপার, কুষ্টিয়া। পার্থ প্রতিম শীল – উপজেলা নির্বাহী অফিসার কুষ্টিয়া। মো: আল্-ওয়াজিউর রহমান – জেলা খাদ্য নিয়ন্ত্রক, কুষ্টিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের কর্মকর্তা বিন্দু, র্যাবের কর্মকর্তাবৃন্দ ও আনসার সদস্য। ভোক্তা নিয়ন্ত্রক অধিদপ্তর ও খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের যৌথ অভিযানে কুষ্টিয়া শহরের বড় বাজারের বেশ কয়েকটি দোকানে জরিমানা ধার্য করা হয়। এছাড়াও অনেক দোকানদারকে সতর্ক করে দেওয়া হয়। পাইকারি ও খুচরা দোকান ঘুরে সামান্য জরিমানা করলেও ধান চালের মোকাম খাজানগরের অটোমেটিক চালকলে যাননি আভিযানিক দল। সেখানে তথ্য সংগ্রহ করেছে মনিটরিং দল। এভাবে অভিযান চালিয়ে ২-৪ হাজার টাকা জরিমানা করে লাভ হবে না বলছেন সচেতন নাগরিক। চালের সিন্ডিকেট ভাঙতে হলে উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টি করতে হবে। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খাদ্য অধিদপ্তর ও পুলিশসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, প্লাস্টিকের বস্তায় চাল রাখা, মূল্য তালিকার সঙ্গে দরের সমন্বয় না থাকার অভিযোগে ২ টি দোকানকে সামান্য জরিমানা করা হয়েছে। চাল মজুদ বা অতিরিক্ত দামে বিক্রির বড় কোন অনিয়ম পায়নি বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বাজারে অভিযান করা হলেও অভিযান চালানো হয়নি দেশের দ্বিতীয় বৃহত্তম ধান-চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে। বৃহস্পতিবার সকালে এখানকার অটোমেটিক মিলগুলোতে ঘুরে এসেছেন খাদ্য অধিদপ্তরের একটি মনিটরিং দল। এছাড়াও জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রকের নের্তৃত্বে খাদ্য বিভাগের আরো একটি দল বাজারে দর মনিটরিং করেছে। পরে দোকানদার ও ব্যবসায়ীদের মূল্য তালিকার সাথে সঙ্গতি রেখে চাল বিক্রি করার কথা বলেন তারা। এর ব্যত্যয় হলে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে বলে সতর্ক করা হয়।


এই বিভাগের আরও খবর