ফরিদপুর বাস টার্মিনালে পার্কিং করে রাখা সাদ পরিবহনের বাসে অগ্নিসংযোগে ভস্মীভূত হয়ে গেছে বাসটি। বুধবার দিবাগত রাত ১টার দিকে শহরের গোয়ালচামট নতুন বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
সাদ পরিবহন নামে ওই বাসটি জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকী কামরুলের মালিকানাধীন। তিনি ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক নাগরিক বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক এবং ফরিদপুর প্রেসক্লাবের সদস্য। মাত্র কদিন আগে তাকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনার রেশ না কাটতেই তার বাসে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটলো।
ওই বাসের হেলপার গোপাল চন্দ্র দাস বলেন, বুধবার রাতে মাগুরা থেকে ট্রিপ নিয়ে ফিরে গাড়িতে তেল ভরে বাস টার্মিনালে পার্কিং করে গাড়িতেই শুয়েছিলেন তিনি। রাত ১টার দিকে আগুনের তাপে তার ঘুম ভেঙে যায়। তখন দেখেন গাড়ির পিছনের অংশে আগুন জ্বলছে। এরপর ৯৯৯ নম্বরে ফোন দিলে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনায় বাস মালিক গ্রুপের রাজনীতিকে কেন্দ্র করে একটি চিহ্নিত মহল জড়িত বলে অভিযোগ করে বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকী কামরুল জানান, এ বিষয়ে কোতোয়ালি থানায় একটি জিডি করার প্রক্রিয়া চলছে। তিনি বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসাদউজ্জামান বলেন, খবর পেয়ে রাতেই সেখানে পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে বাস মালিকের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, এর আগে গত ৩০ ডিসেম্বর কামরুজ্জামান সিদ্দিকীকে হত্যাচেষ্টার ঘটনা ঘটে। ওই ঘটনায় একটি ধারালো চাপাতি সহ দুজনকে আটক করা হয়। জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ এসব ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তার ও কামরুলের জানমালের নিরাপত্তা দাবি করেছে।