ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, পোড়াহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, শহিদুল ইসলাম হিরনের মরদেহ (লাশ)
আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে।
এছাড়া তার ড্রাইভার আক্তারের লাশ তোলা হয় ময়নাতদন্তের জন্য।
উল্লেখ্য: গত ৫ আগস্ট অবরুদ্ধ অবস্থায় বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে হ/ত্যা করা হয় হিরণ চেয়ারম্যানকে।
এবং তার গাড়ি চালক আক্তার হোসেনকে কুপিয়ে হ/ত্যা করা হয়।
মৃত্যুর পর হিরন চেয়ারম্যানের মরদেহ দিগম্বর করে বাড়ি থেকে নিয়ে এসে ঝিনাইদহ শহরের পায়রা চত্ত্বর গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়।
সেখান থেকে কয়েক ঘন্টা পরে আঞ্জুমান মফিদুল ইসলাম হেফাজতে নিয়ে সদর হাসপাতালে নেয়।
পরের দিন ৬ আগষ্ট পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।