চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরীকে (৭৬) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়ন থেকে বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সিকদারের বাড়ির বাসিন্দা মৃত শাহাব মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর দায়ের হওয়া এক বিস্ফোরক মামলায় উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যানকে আসামি করা হয়। এরপর সব চেয়ারম্যান আত্মগোপনে চলে গেলেও বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম নিজ এলাকায় ছিলেন। তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়েও যেতেন। গত নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, বিস্ফোরক মামলার ১৫ নম্বর আসামি বরুমছড়া ইউনিয়ন চেয়ারম্যান শামসুল ইসলাম। মঙ্গলবার দুপুরে তাকে বরুমছড়া এলাকা হতে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।