দৌলতপুরে আকিব স্মৃতি মহিলা ফুটবল টুর্নামেন্টের
কুষ্টিয়া দৌলতপুরে আদাবাড়িয়া ফুটবল একাদশের আয়োজনে। আকিব স্মৃতি মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
(১২ জানুয়ারি) রবিবার বিকেলে আদাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার দৌলতপুর থানা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আতাউর রহমান। আদা বাড়িয়া ইউনিয়নের বিএনপির সভাপতি আলহাজ্ব শহিদুল ইসলাম বিএসসি সভাপতিত্বে, অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক, বেনজির আহমেদ বাচ্চু।
ফুটবল টুর্নামেন্টে একতা ফুটবল ক্লাব উল্লাপাড়া ও জুয়েল স্পোর্টিং ক্লাব গাজীপুর ১-১ গোলে ড্র হলে দুই দল কে বিজয়ী ঘোষণা করা হয়। খেলা শেষ বিজয়ী দল কে ট্রফি দেওয়া হয়।
এই সময় প্রধান অতিথি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ। আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষাদীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে।