এসো মিলি ঐকতানে, প্রিয় বিদ্যাপীঠ বড়বাড়ী ক্যামব্রিয়ান প্রাঙ্গণে। এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাট সদরের বড়বাড়ীতে ক্যামব্রিয়ান কিন্ডার গার্টেন এর
১০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বনভোজন,
র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯,৩০মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। পড়ে ১০.৩০মিনিটে র্যালি,১১টায় দোয়া মাহফিল,১১.৩০মিনিটে আলোচনা সভা ও ১২টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে
সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে রামকৃষ্ণ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবিএম ফারুক সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেয়ার এগ্রিকালচারের মার্কেটিং অফিসার এনামুল হক ও ব্যবসায়ী মিজানুর রহমান রাসেল। অনুষ্ঠানটি পরিচালনা করেন বড়বাড়ী ক্যামব্রিয়ান কিন্ডারগার্টেন প্রতিষ্ঠাতা পরিচালক আহম্মেদ দুলু।
এসময় অভিভাবক হিসেবে বক্তব্য রাখেন ১ম ও ৪র্থ শ্রেণির শিক্ষার্থী অভিভাবক মারুফা খাতুন ও ৪র্থ শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক চন্দনা রায়।