কুষ্টিয়ার কুমারখালীতে সৈয়দ মাস-উদ রুমী সেতু এলাকায় সকাল ৮ টার সময় ড্রাম ট্রাকের সাথে ভ্যানের মুখোমুখি সং*ঘ*র্ষে*র হয়েছে। এসময় এক টিউবওয়েল শ্রমিক নিহত হয়। আহত হয়েছে আরো ৩ জন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা যায়, নি*হ*ত টিউবওয়েল শ্রমিক কয়া ইউনিয়নের কামার তলা মাসুদের ছেলে ৩২ বছর বয়সি রাজু আহম্মেদ।
আহত হয়েছেন, মূতু তাহেরের ছেলে ভোলা, মৃত্যু লাছা মোল্লার ছেলে আসলাম ও মৃত্যু আয়নাল হোসেনের ছেলে বিল্লাল। সবাই একই এলাকার বাসিন্দা ছিলেন।