শিরোনাম
রূপগঞ্জে তারুণ্যের উৎসবে বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতা সদরপুরে হত্যা মামলার আসামি ধরতে গিয়ে দুই পুলিশ আহত যশোররে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণ ফরিদপুরে চুরি করতে গিয়ে চিনে ফেলায় হত্যা, অতঃপর আটক ৩ পত্নীতলায় দুই ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিকের জেলা জরিমানা নওগাঁ জেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন নওগাঁয় বিএমএসএফ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল সহ ০২ জন গ্রেফতার কক্সবাজারে খুলনার টিপু হত্যায় জড়িত তিনজন সিলেট থেকে গ্রেফতার কুষ্টিয়ার দৌলতপুরে বিদশী পিস্তল গুলিসহ  আটক ২ জীবনের ছুটে যাওয়া নামাজ কীভাবে আদায় করব? নতুন মূল্য নির্ধারণ: ১২ কেজির এলপিজি’র দাম ১৪৫৯ টাকা হেলমান্দের পথে-প্রান্তরে হাজার বছরের ঐতিহ্য বগুড়ায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণের লক্ষ্যে কর্মশালা গাজায় যুদ্ধ করতে চায় না অনেক ইসরায়েলি সেনা ঘণ্টায় ২০০০ ডলার দিয়ে দমকলকর্মী ভাড়া করছে লস অ্যাঞ্জেলেসের ধনীরা চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তান
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন

নাটোরে তালা ভেঙে বিদ্যালয়ের নথি চুরির অভিযোগ

Mst Sweety
আপলোড সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

নাটোরের জংলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি চুরি হলেও চোরেরা ল্যাপটপ-প্রজেক্টর রেখে যায়।

রবিবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জংলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী হোসেন। সোমবার দুপুরে এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদর থানায় সাধারণ ডায়েরি করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী হোসেন বলেন, সোমবার সকালে বিদ্যালয়ে আসার পর অফিস কক্ষের তালা ভাঙা অবস্থায় দেখে ভেতরে প্রবেশ করে দেখি আলমারি ও তালা ভাঙা। আলমারির ভেতরে রাখা বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র চুরি হয়ে গেছে। অথচ সেইখানে থাকা ল্যাপটপ-প্রজেক্টর রেখে গেছে চোরেরা। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, এ ধরনের চুরি রহস্যের জন্ম দেয়। দামি ল্যাপটপ-প্রজেক্টর চুরি না করে প্রয়োজনীয় নথি চুরি করা ভিন্ন কোনো উদ্দেশ্য হাসিলের জন্য। তারা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণে দাবি জানান। এ রকম ঘটনা যেন আর কখনও না ঘটে, সে বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ চান তারা।

এ বিষয়ে বিষয় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ বিদ্যালয়টি পরিদর্শন করেছে। সেখানে আলমারি ভেঙে নিয়োগ সংক্রান্ত নথি চুরি করা হয়েছে। এ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি অভিযোগ দিতে বলা হয়েছে। সেই সাথে পুলিশও তদন্ত করছে।


এই বিভাগের আরও খবর