শিরোনাম
রূপগঞ্জে তারুণ্যের উৎসবে বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতা সদরপুরে হত্যা মামলার আসামি ধরতে গিয়ে দুই পুলিশ আহত যশোররে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণ ফরিদপুরে চুরি করতে গিয়ে চিনে ফেলায় হত্যা, অতঃপর আটক ৩ পত্নীতলায় দুই ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিকের জেলা জরিমানা নওগাঁ জেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন নওগাঁয় বিএমএসএফ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল সহ ০২ জন গ্রেফতার কক্সবাজারে খুলনার টিপু হত্যায় জড়িত তিনজন সিলেট থেকে গ্রেফতার কুষ্টিয়ার দৌলতপুরে বিদশী পিস্তল গুলিসহ  আটক ২ জীবনের ছুটে যাওয়া নামাজ কীভাবে আদায় করব? নতুন মূল্য নির্ধারণ: ১২ কেজির এলপিজি’র দাম ১৪৫৯ টাকা হেলমান্দের পথে-প্রান্তরে হাজার বছরের ঐতিহ্য বগুড়ায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণের লক্ষ্যে কর্মশালা গাজায় যুদ্ধ করতে চায় না অনেক ইসরায়েলি সেনা ঘণ্টায় ২০০০ ডলার দিয়ে দমকলকর্মী ভাড়া করছে লস অ্যাঞ্জেলেসের ধনীরা চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তান
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

স্ত্রীসহ সাবেক এমপি শিমুলের বিরুদ্ধে দুদকের মামলা

Mst Sweety
আপলোড সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

নাটোর-২ আসনের সাবেক এমপি মো. শফিকুল ইসলাম শিমুল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন ( দুদক)।

সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

শিমুলের বিরুদ্ধে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ পাঁচ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ৩৪৯ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অভিযোগ রয়েছে। এছাড়া, নিজ নামীয় ব্যক্তিগত ও ব্যবসায়িক ১১টি অ্যাকাউন্টের মাধ্যমে মোট আট কোটি ১১ লাখ ৭৮ হাজার ২০৫  টাকা জমা ও সাত কোটি ৫০ লাখ ৫০ হাজার ৬০২ টাকা উত্তোলন করার তথ্য রয়েছে। এসব অ্যাকাউন্টের মাধ্যমে মোট ১৫ কোটি ৬২ লাখ ২৮ হাজার ৮০৭ টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন তিনি।

আরেক মামলায় শিমুলের স্ত্রী শামীমা সুলতানা জান্নাতীকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১১ কোটি ২২ লাখ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। তিনি ব্যক্তিগত ও ব্যবসায়িক চারটি অ্যাকাউন্টের মাধ্যমে মোট ৫ কোটি ২৯ লাখ দুই হাজার ৬৬ টাকা জমা ও পাঁচ কোটি ১৪ লাখ ৮৯ হাজার টাকা উত্তোলন করেছেন। তার বিরুদ্ধে সর্বমোট ১০ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৪৯৬ টাকার সন্দেহজনক লেনদেন করার অভিযোগ আনা হয়েছে।

আক্তার হোসেন বলেন, শামীমা সুলতানা জান্নাতির নামে ২০২০ সালের ১০ জানুয়ারি প্রায় ১৭ লাখ ২৫ হাজার কানাডিয়ান ডলারে কানাডার টরেন্টোর ৭৩, হেয়ারউড অ্যাভিনিউতে একটি বিলাসবহুল বাড়ি ক্রয় করেছেন বলে আমরা জানতে পেরেছি। বাংলাদেশি টাকায় এক্সচেঞ্জ রেট অনুযায়ী বাড়িটির ক্রয়মূল্য আনুমানিক ১১ কোটি টাকা। ওই বাড়িটির মালিকানা সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহের নিমিত্ত কার্যক্রম চলমান রয়েছে। শামিমা সুলতানা জান্নাতির নামে ক্রয় করা বাড়িটির কোনো তথ্য/রেকর্ডপত্র সংগ্রহপূর্বক তা তদন্তকালে আমলে নেওয়া হবে।

তাদের সম্পদ অর্জন ও ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের সময়কাল জানাননি তিনি। গত বছরের ২ সেপ্টেম্বর শিমুলের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক।


এই বিভাগের আরও খবর