শিরোনাম
যশোররে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণ ফরিদপুরে চুরি করতে গিয়ে চিনে ফেলায় হত্যা, অতঃপর আটক ৩ পত্নীতলায় দুই ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিকের জেলা জরিমানা নওগাঁ জেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন নওগাঁয় বিএমএসএফ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল সহ ০২ জন গ্রেফতার কক্সবাজারে খুলনার টিপু হত্যায় জড়িত তিনজন সিলেট থেকে গ্রেফতার কুষ্টিয়ার দৌলতপুরে বিদশী পিস্তল গুলিসহ  আটক ২ জীবনের ছুটে যাওয়া নামাজ কীভাবে আদায় করব? নতুন মূল্য নির্ধারণ: ১২ কেজির এলপিজি’র দাম ১৪৫৯ টাকা হেলমান্দের পথে-প্রান্তরে হাজার বছরের ঐতিহ্য বগুড়ায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণের লক্ষ্যে কর্মশালা গাজায় যুদ্ধ করতে চায় না অনেক ইসরায়েলি সেনা ঘণ্টায় ২০০০ ডলার দিয়ে দমকলকর্মী ভাড়া করছে লস অ্যাঞ্জেলেসের ধনীরা চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তান সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেফতার জালিমের করুণ পরিণতি
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন

রামচরণের সিনেমার প্রচারে এসেই দুই ভক্ত নিহত

Mst Sweety
আপলোড সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

আল্লু অর্জুনের থেকেই কি শিক্ষা নিলেন রামচরণ! গত ৪ ডিসেম্বর ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির বিশেষ প্রদর্শনে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর। ঠিক এক মাস পর রাম চরণের ছবি ‘গেম চেঞ্জার’-এর প্রচারেও ঘটে গেল প্রায় একই রকম অঘটন। ছবির প্রচারে যোগ দিতে এসে মৃত্যু হল নায়কের দুই ভক্তের।

‘পুষ্পা ২: দ্য রুল’-এর বিশেষ প্রদর্শনে পদপিষ্ট হয়ে মৃত নারীর আট বছরের ছেলেও মারাত্মক জখম হয়। সেই দিন হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন ছবির নায়ক অল্লু অর্জুন নিজে। তাই অভিযোগের আঙুল ওঠে তাঁর দিকে। মৃত নারীর পরিবারকে ক্ষতিপূরণ ও জখম বালকের চিকিৎসার ভার নেওয়ার দাবি তোলা হয়। বিস্তর জলঘোলার পর জামিন পেয়েছেন অল্লু।

আগামী ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে রাম চরণের ছবি ‘গেম চেঞ্জার’। শনিবার রাতে অন্ধ্রপ্রদেশের রাজামহেন্দ্রভরম শহরে ছিল তাই এক প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান থেকে ফেরার সময়ে মৃত্যু হল নায়কের দুই ভক্তের। আরভ মণিকান্ত ও থোকাড়া চরণ নামে দুই ভক্ত বন্ধুদের সঙ্গে ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বাড়ি ফেরার পথে তাদের মোটরবাইকে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা একটি গাড়ি। মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই প্রচারানুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবণ কল্যাণও।

গেম চেঞ্জার’-এর অনুষ্ঠানে এসে এমন পরিণতি হওয়ায় ছবির প্রযোজক দিল রাজু দুই মৃতের পরিবারের জন্য মোট ১০ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছেন। সোমবার প্রযোজনা সংস্থার তরফ থেকে এই ঘোষণা করা হয়। সংবাদমাধ্যমের কাছে রাজু বলেছেন, “এমন খুশির মুহূর্তে এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। যে ভাবে সম্ভব আমি ওঁদের পরিবারের পাশে থাকব। শুরুটা করতে চাই ওদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে দিয়ে। পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।”

আগামী ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে শঙ্কর পরিচালিত ছবি ‘গেম চেঞ্জার’। ছবিতে রাম চরণের বিপরীতে দেখা যাবে কিয়ারা আদভানিকে।


এই বিভাগের আরও খবর