বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় লালবাগ থানা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাইফা রহমান মীমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন।
এ দিন মীমকে আদালতে হাজির করা হয়। এরপর তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক মো. তহিদুল ইসলাম।
এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে, রবিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে এ মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের সামনে ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন জাহাঙ্গীর আলম। ওইদিন দুপুর ২টার দিকে আসামিদের হামলায় তার দুই পা, বাম হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগায় হাসপাতালে ভর্তি হন।
এ ঘটনায় গত বছরের ৮ ডিসেম্বর রাজধানীর শেরে বাংলা থানায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান আসামি করে মোট ৩৭ জনের নামে একটা হত্যাচেষ্টা মামলা করেন তিনি। এ মামলায় এজাহারনামীয় ৩৫ নম্বর আসামি মীম।