শিরোনাম
কোহলির পাশে দাঁড়ালেন গাঙ্গুলী নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো : ফখরুল ভাঙ্গায় ১৫ কেজি গাঁজাসহ ২ নারী ভুয়া সাংবাদিক আটক সদরপুরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত জালিয়াতির অভিযোগ, শিল্পী সমিতি থেকে বহিষ্কার নিপুণ আমাদের ভালো মানুষ দরকার : তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থানে আহত সূর্য সন্তানদের ভোটার করতে হাসপাতালে যাবে ইসি আবারও রিয়ালের সভাপতি নির্বাচিত হলেন পেরেজ এসি তানজিলসহ ৩ পুলিশ সদস্যকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠাল ট্রাইব্যুনাল মান্দা মডেল প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক ও সম্পাদক পলাশ চৌহালী উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত গার্লফ্রেন্ডকেই বিয়ে করলেন গায়ক দর্শন রাভাল ‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী উপার্জন হালাল হলে দোয়া কবুল হয় সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের আয়কর নথি জব্দের আদেশ বন্দী বিনিময় সফল হবে, আশাবাদ কাতারের কোথায় আছেন শিরীন শারমিন চৌধুরী তামিমের হলোটা কী! রূপগঞ্জে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন পতনের পর স্পেনে মুসলমানের জীবন
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন

পল্লী উন্নয়ন বোর্ডকে অধিদপ্তরে রূপান্তর করা হবে

Mst Sweety
আপলোড সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে বৃহৎ পরিসরে সঠিকভাবে কাজ করতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে (বিআরডিবি) অধিদপ্তরে রূপান্তর করা হবে।

আজ সোমবার রাজধানী ঢাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আয়োজিত দুই দিনব্যাপী উপ-পরিচালক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিআরডিবির সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে উপদেষ্টা এ কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো বাংলাদেশের গ্রামীণ-প্রান্তিক জনগোষ্ঠীসহ আপামর জনসাধারণের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক মুক্তি। গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে বিআরডিবির ভূমিকা অন্যতম পরিলক্ষিত হয়; এক্ষেত্রে বিআরডিবিকে শক্তিশালী করতে অধিদপ্তরে পরিণত করার যথাযথ দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, বিআরডিবি’র দাপ্তরিক কার্যক্রমে আরো অধিক গতিশীলতা আনয়ন করতে হবে।

শূন্য পদগুলো পূরণ এবং পদোন্নতিযোগ্য পদগুলোতে দ্রুত পদোন্নতি প্রদান করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন তিনি। চলমান প্রকল্পগুলোর কার্যক্রম দ্রুত বাস্তবায়ন এবং প্রস্তাবিত চারটি প্রকল্প অনুমোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপদেষ্টা।

গ্রামীণ মানুষকে ঋণ সহায়তা প্রদান ও অধিক প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে বিআরডিবি’র সবার প্রতি নির্দেশনা প্রদান করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ‌‘থ্রি-জিরো তত্ত্ব’ বাস্তবায়নে এবং ‘গ্রামীণ দারিদ্র্য দূরীকরণে’ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান তিনি।

‘বিআরডিবি’র অঙ্গীকার, উন্নত আত্মনির্ভরশীল পল্লী গড়ার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বোর্ডের মহাপরিচালক আ. গাফফার খানের সভাপতিত্বে বিআরডিবি’র পরিচিতি ও কার্যক্রম সম্পর্কে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন করেন যুগ্ম-পরিচালক ফারুক আহমেদ জোয়ার্দ্দার।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. মোখলেছুর রহমান। সভায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিআরডিবির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর