শিরোনাম
যশোরের মনিরামপুরের সাংবাদিকের উপরে হামলা কোহলির পাশে দাঁড়ালেন গাঙ্গুলী নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো : ফখরুল ভাঙ্গায় ১৫ কেজি গাঁজাসহ ২ নারী ভুয়া সাংবাদিক আটক সদরপুরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত জালিয়াতির অভিযোগ, শিল্পী সমিতি থেকে বহিষ্কার নিপুণ আমাদের ভালো মানুষ দরকার : তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থানে আহত সূর্য সন্তানদের ভোটার করতে হাসপাতালে যাবে ইসি আবারও রিয়ালের সভাপতি নির্বাচিত হলেন পেরেজ এসি তানজিলসহ ৩ পুলিশ সদস্যকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠাল ট্রাইব্যুনাল মান্দা মডেল প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক ও সম্পাদক পলাশ চৌহালী উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত গার্লফ্রেন্ডকেই বিয়ে করলেন গায়ক দর্শন রাভাল ‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী উপার্জন হালাল হলে দোয়া কবুল হয় সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের আয়কর নথি জব্দের আদেশ বন্দী বিনিময় সফল হবে, আশাবাদ কাতারের কোথায় আছেন শিরীন শারমিন চৌধুরী তামিমের হলোটা কী! রূপগঞ্জে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন

রিকশাচালকের বস্তাবন্দি লাশ উদ্ধার

Mst Sweety
আপলোড সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

ফরিদপুরে গলা কেটে বস্তাবন্দি অবস্থায় মাটিতে পুঁতে রাখা মো. হালিম শেখ (২৫) নামের এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। শনিবার দুপুরে ফরিদপুর শহরের গুহলক্ষীপুর মডেল টাউন এলাকার মোকলেছুর রহমানের বাড়ী থেকে রিকশা চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। নিহত হালিম শেখ জেলা শহরের মধ্যে আলীপুর এলাকার মৃত আব্দুর রব শেখের ছেলে। এ নিয়ে গত দুইদিনে দুই রিকশা চালকের লাশ উদ্ধার করা হলো। তাদের দুইজনকেই হত্যা করে রিকশা নিয়ে যায় দুবৃর্ত্তরা। 

পুলিশ ও এলাকাবাসী জানান, গত মঙ্গলবার রিকশা চালক হালিম শেখ বাড়ি থেকে রিকশা নিয়ে বের হয় বিকেলে। রাতে বাড়ীর পাশে ওয়াজ মাহফিলে যায় হালিম। এসময় তার সাথে দেখা যায় রনিকে। রাত ১১টার দিকে দুজন এক সাথে রাতের খাবার খেয়ে ওয়াজ মাহফিল থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিলেন। হালিমকে কোথাও খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা শুক্রবার কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় এক ব্যক্তি ওয়াজ মাহফিল শেষে হালিমের সাথে জনৈক রনি নামের এক ব্যক্তিকে দেখতে পায় বলে জানান পরিবারকে। এরই সূত্র ধরে রনির খোঁজ শুরু করে পরিবারের সদস্যরা। পরে গুহ লক্ষীপুর মডেল টাউন এলাকায় রনির খোঁজ পাওয়া যায়। শুক্রবার সকালে রনির স্ত্রী সুমি বেগমের সাথে হালিমের চাচাতো ভাই সুমনের কথা হলে তার সন্দেহ হয়। পরে রনির স্ত্রীর উল্টাপাল্টা কথায় সন্দেহ করে থানায় জিডি করা হয়। শনিবার সকালে হালিমের স্বজনেরা ফের রনির ভাড়া বাড়ীতে গিয়ে তল্লাসী করে একটি তালাবদ্ধ ঘরে হালিমের রিকশাটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রনির স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে আসল ঘটনা বেড়িয়ে আসে। এসময় ছোট একটি ঘরের পিছন থেকে মাটি চাপা দেয়া অবস্থায় বস্তাবন্ধি হালিমের লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারনা হালিমকে পরিকল্পিতভাবে খুন করে বস্তাবন্ধি করে মাটিতে পুতে রাখা হয়। এ ঘটনায় কয়েকজন জড়িত থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নিহত হালিমের বোন সাথী আক্তার বলেন, আমার ভাইকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে লাশ মাটিতে পুতে রেখেছে। আমরা এ হত্যার সাথে জড়িতদের বিচার চাই।
ঘাতক রনির স্ত্রী সুমি বেগম জানান, আমি এ ঘটনার কিছুই জানি না। আমি কয়েকদিন আগে বাপের বাড়িতে গিয়েছিলাম। আসার পর বাড়ীর পাশে নতুন মাটি দেখে রনিকে জিজ্ঞেস করলে সে দেয়াল তুলবে বলে আমাকে জানায়। এদিকে, এ ঘটনায় রনি পলাতক থাকায় তাকে আটক করতে পারেনি পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের জন্য রনি স্ত্রী সুমিকে থানায় নিয়ে আসা হয়েছে।

পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিকশা নেওয়ার পর তাকে হত্যা করা হয়েছে এবং বস্তাবন্দি করে মাটিতে পুঁতে রাখা হয়েছিল। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আরো তথ্য জানা যাবে।


এই বিভাগের আরও খবর