জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় র ্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে বর্ণাঢ্য এক র ্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র ্যালীতে উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার, সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সমাজসেবা অফিসের সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।
র ্যালি শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও কল্যাণরাষ্ট্র সমাজগঠন নিয়ে মুক্ত আড্ডায় সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ সমাজসেবার বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন।
তিনি, দুঃস্থ ও অসহায় মানুষদের নিয়ে জনকল্যাণকর রাষ্ট্র গঠনে সকলকে পাশে থাকার আহবান জানান।