শিরোনাম
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের আয়কর নথি জব্দের আদেশ বন্দী বিনিময় সফল হবে, আশাবাদ কাতারের কোথায় আছেন শিরীন শারমিন চৌধুরী তামিমের হলোটা কী! রূপগঞ্জে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন পতনের পর স্পেনে মুসলমানের জীবন সাড়া ফেলেছে ফারহান-ফারিণের ‘মনের মাঝে তুমি’ বিডিআর বিদ্রোহ : বিস্ফোরক মামলায় দুই শতাধিক আসামির জামিন কোটালীপাড়ায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালিত কোরআনে বর্ণিত চার অজিফা অর্থ সহায়তায় দাতা সংস্থাগুলোর ভালো সাড়া মিলছে : উপদেষ্টা সালেহউদ্দিন হামলার কয়েকদিন আগে সাইফের বাড়ি পরিষ্কার করতে যান সেই যুবক নারীরা যত বেশি স্বাবলম্বী হবে, দেশও তত উন্নত হবে : গভর্নর বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নওগাঁ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ২০ গাজায় ফের হামলা শুরু ইসরায়েলের হাইকোর্টে চিন্ময় দাসের জামিন আবেদন সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাংলাদেশকে উন্নতি করতে হলে প্রান্তিক অঞ্চলকে উন্নত করতে হবে: উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন দেশে দায়িত্বশীল সাংবাদিকের অভাব বাড়ছে: বগুড়ায় বিএমএসএফ নেতৃবৃন্দ
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

দক্ষিণ কোরিয়ায় প্লেন দুর্ঘটনা : ব্ল্যাক বক্স থেকে ডেটা উদ্ধার

অনলাইন ডেস্ক
আপলোড সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫

দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারলাইন্সের দুর্ঘটনাকবলিত প্লেনের ব্ল্যাক বক্স থেকে প্রাথমিক ডেটা উদ্ধার করা হয়েছে। দেশটির সিভিল এভিয়েশনের ডেপুটি মন্ত্রী জু জং-ওয়ান জানিয়েছেন, ককপিট ভয়েস রেকর্ডারের তথ্য অডিও ফরম্যাটে রূপান্তরের কাজ চলছে। এটি দুর্ঘটনার কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে।  

প্লেনটি থাইল্যান্ড থেকে ফিরছিল। পথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ডিং গিয়ার কাজ না করায় পেটের উপর ভর করে অবতরণের চেষ্টা করে। রানওয়েতে গড়িয়ে এটি একটি কংক্রিট ব্যারিয়ারে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। এতে ১৮১ জন আরোহীর মধ্যে ১৭৯ জন নিহত হয়েছেন। মাত্র দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ফ্লাইট ডেটা রেকর্ডারটির সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ডেটা উদ্ধার প্রক্রিয়াকে জটিল করছে। এই ডেটা বিশ্লেষণের জন্য রেকর্ডারটি যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। এদিকে, দক্ষিণ কোরিয়ার তদন্তকারী দলকে সহায়তা করতে বোয়িং এবং মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের বিশেষজ্ঞরাও কাজ করছেন।

দুর্ঘটনার সম্ভাব্য কারণ  
বিভিন্ন তত্ত্ব অনুযায়ী দুর্ঘটনার কারণ হিসেবে বার্ড স্ট্রাইক কিংবা যান্ত্রিক ত্রুটি উল্লেখ করা হয়েছে। প্রথমবারের ল্যান্ডিং প্রচেষ্টা সফল হলেও দ্বিতীয়বার গিয়ার ব্যর্থ হয়। রানওয়ের শেষে থাকা নেভিগেশন সিস্টেমের জন্য ব্যবহৃত কংক্রিট ব্যারিয়ারে প্লেনটি ধাক্কা খায়, যার ফলে আগুন ধরে যায় এবং অধিকাংশ যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।

দক্ষিণ কোরিয়া দুর্ঘটনায় মৃত ১৭৯ জনের পরিচয় নিশ্চিত করেছে। মুয়ান বিমানবন্দরে সাময়িক মর্গ থেকে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত স্বজনরা বিমানবন্দরে একটি অস্থায়ী বেদীতে প্রিয়জনদের প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।

নতুন বছরের আনন্দ উৎসব স্থগিত রেখে দক্ষিণ কোরিয়া সাত দিনের জাতীয় শোক পালন করছে। বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান এবং কাউন্টডাউন উৎসব বাতিল করা হয়েছে। সিউল মেট্রোপলিটন সরকার ঘড়ির ঘণ্টা বাজানোর বদলে এক মিনিট নীরবতা পালনের আয়োজন করেছে।

দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই স্যাং-মক জানিয়েছেন, ব্ল্যাক বক্স এবং প্লেনের কাঠামোগত বিশ্লেষণের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা হবে। একটি বিস্তৃত ও সঠিক তদন্ত নিশ্চিত করার জন্য সবপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।


এই বিভাগের আরও খবর