কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টায় জাতীয় পাটির অন্যতম নেতা সাবেক খাদ্য প্রতিমন্ত্রী মরহুম কোরবান আলীর কবর জিয়ারত দোয়া ও শ্রদ্ধা জানান হয়। পরে ব্যানার সহ একটি বার্নঢ্য র্যালী আল্লারদর্গা বাজার প্রদক্ষিন করে। র্যালিতে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহরিয়ার জামিল জুয়েল।
এর পর উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের আহ্বায়ক দৌলতপুর উপজেলা শাখার আব্দুস সাত্তার
এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক খাদ্যমন্ত্রী মরহুম কোরবান আলীর সুযোগ্য সন্তান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার জামিল জুয়েল। আরো উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি দৌলতপুর উপজেলার শাখার আবু বক্কর সিদ্দিক যুগ্ম আহ্বায়ক , মোঃ আতাউল গণি যুগ্ম আহ্বায়ক, চিলমারী ইউনিয়ন আহ্বায়ক জহুরুল ইসলাম, রামকৃষ্ণপুর ইউনিয়ন আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, আদাবাড়ীয়া ইউনিয়ন সদস্য সচিব মোঃ ফারুক হোসেন আরো উপস্থিত ছিলেন মোঃ নুর আলম সভাপতি, জাতীয় যুব সংহতি, সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবীন , যুগ্ম সাধারণ সম্পাদক, রাজু আহমেদ জাতীয় যুব সংহতি দৌলতপুর উপজেলা শাখা কুষ্টিয়া। ছাত্র সমাজের সভাপতি মোঃ শাহাজাদা আরো উপস্থিত ছিলেন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এসময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, কুষ্টিয়া জেলা জাতীয় পার্টি আয়োজিত দলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপস্থিত উপজেলার নেতৃবৃন্দ এবং উপস্থিত জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসসালামু আলাইকুম। জাতীয় পার্টির গৌরবের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। সারা বাংলাদেশের ন্যায় দৌলতপুর ও নানা আয়োজনে উদযাপিত হচ্ছে র্যালী ও আলোচনা সভা। র্যালী ও আলোচনা সভা সফল করায় দলের সকল নেতা কর্মী ভাই ও বোনেদের জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানায়।