লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নে “হেলদি ভিলেজ ইন আরবান প্রোগ্রাম” উদ্যোগে একটি বিশেষ মেলা অনুষ্ঠিত হয়েছে। ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ-এর এই প্রোগ্রামটি কানাডা সরকারের আর্থিক সহায়তায় গ্র্যান্ড চ্যালেঞ্জ কানাডার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।
মেলায় অংশগ্রহণ করেন স্থানীয় জনগণ, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, এবং স্থানীয় উদ্যোক্তারা। মেলার প্রধান আকর্ষণ ছিল চিত্রাঙ্কন প্রদর্শনী, স্বাস্থ্য ক্যাম্প, উদ্যোক্তা পণ্য প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মাধ্যমে স্বাস্থ্য, পুষ্টি ও স্যানিটেশনের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস বলেন, “এ ধরনের মেলা জনগণকে সচেতন করে, যা সমাজের শিশুর সার্বিক উন্নয়নে সহায়তা করবে।”
প্রকল্প ব্যবস্থাপক মো: মাসুদ রানা বলেন, “আমরা শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করার মাধ্যমে খর্বকায় হার কমানোর চেষ্টা করছি।”