এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৪৮ জন। নতুন ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৬ জন, ঢাকা মহানগরে ৪৩ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ২০ জন ও ময়মনসিংহ বিভাগে চারজন করে রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে এক লাখ এক হাজার ১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।