শিরোনাম
যশোরের মনিরামপুরের সাংবাদিকের উপরে হামলা কোহলির পাশে দাঁড়ালেন গাঙ্গুলী নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো : ফখরুল ভাঙ্গায় ১৫ কেজি গাঁজাসহ ২ নারী ভুয়া সাংবাদিক আটক সদরপুরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত জালিয়াতির অভিযোগ, শিল্পী সমিতি থেকে বহিষ্কার নিপুণ আমাদের ভালো মানুষ দরকার : তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থানে আহত সূর্য সন্তানদের ভোটার করতে হাসপাতালে যাবে ইসি আবারও রিয়ালের সভাপতি নির্বাচিত হলেন পেরেজ এসি তানজিলসহ ৩ পুলিশ সদস্যকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠাল ট্রাইব্যুনাল মান্দা মডেল প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক ও সম্পাদক পলাশ চৌহালী উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত গার্লফ্রেন্ডকেই বিয়ে করলেন গায়ক দর্শন রাভাল ‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী উপার্জন হালাল হলে দোয়া কবুল হয় সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের আয়কর নথি জব্দের আদেশ বন্দী বিনিময় সফল হবে, আশাবাদ কাতারের কোথায় আছেন শিরীন শারমিন চৌধুরী তামিমের হলোটা কী! রূপগঞ্জে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সবার কাছে পৌঁছে দিতে হবে: আমিনুল হক

অনলাইন ডেস্ক
আপলোড সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সাবেক সাফজয়ী ফুটবলার আমিনুল হক বলেছেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার গত ১৭ বছরে দেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে।

তারা বাংলাদেশকে একটি ধ্বংসস্তুপে পরিণত করে গেছে। বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার রুপরেখার মাধ্যমে আমরা রাষ্ট্র সংষ্কার ও মেরামত করে একটি সুন্দর সমাজ ও সুন্দর বাংলাদেশ গড়তে পারব।

তিনি বলেন, সেই সুন্দর সমাজ ও বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদেরকে মানুষের কাছে যেতে হবে, মানুষের সঙ্গে কথা বলতে হবে; তাদের সঙ্গে আলোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমাদেরকে কাজ করে যেতে হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

শনিবার দুপুরে রাজধানীর মিরপুরের রুপনগরে জাতীয়তাবাদী ওলামা দল রুপনগর ও পল্লবী থানার এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, আমরা মুসলমান ভাইয়েরা প্রত্যেকটি কাজ করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সেই মুসলমান ভাইয়েরা যখন নিজেরা মারামারি হানাহানি করি, নিজেদের ভাইদেরকে রক্তাক্ত করে হত্যা করি; এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক!আমরা কখনোই মুসলমান ভাইদের কাছ থেকে এ ধরনের কার্যক্রম প্রত্যাশা করি না।

তিনি বলেন, আমাদের আলেম ওলামা সমাজ, এদেশের মুসলমানদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে- মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। সেই আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য আমাদের সবাইকে কাজ করে যেতে হবে; এর জন্য আলেম সমাজ ও ওলামাদলের অনেক বড় ভূমিকা রয়েছে।

বিএনপির এই নেতা আরও বলেন, ওলামাদলকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমাদের আলেম সমাজ, ইমাম ও খতিব সাহেবরা যারা রয়েছেন- তাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য কি কি করণীয়; তা  আমাদের প্রত্যেকটি সমাজে পৌঁছে দিতে হবে।

ওলামা দল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এবং মুফতি হেলাল উদ্দিন মাহমুদীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু,

মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, পল্লবী থানা বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুর রহমান, মোকছেদুর রহমান আবির, ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ড. মো. সলিমুল্লাহ, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি গাজী রিয়াজুল ইসলাম, হাফেজ মাওলানা নায়েব আলী, সদস্য সচিব মাওলানা মো. সাইফুল ইসলাম, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক মুফতি এম আশরাফুল আলম, যুগ্ম আহবায়ক ফরহাদ হাসান হিজবুল্লাহ, মুফতি মোস্তফা আশরাফি, মাওলানা নিয়ামত উল্লাহ, মাওলানা সাবিত আল ইমরান, মাওলানা এইচ কে এম শরিফুল ইসলাম শরিফ, হাফেজ মাওলানা জিয়াউর রহমান, মহানগর সদস্য মাওলানা আবুল হাসান, মাওলানা কবির হোসেন, মাওলানা আকরাম হোসেন, মাওলানা আবু জাফর, মাওলানা মো. সেলিম রেজা, মো. শহিদুল ইসলাম খলিফা, খন্দকার আলাউদ্দিন, হাফেজ মামুনুর রশীদ প্রমুখ


এই বিভাগের আরও খবর