শিরোনাম
রূপগঞ্জে তারুণ্যের উৎসবে বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতা সদরপুরে হত্যা মামলার আসামি ধরতে গিয়ে দুই পুলিশ আহত যশোররে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণ ফরিদপুরে চুরি করতে গিয়ে চিনে ফেলায় হত্যা, অতঃপর আটক ৩ পত্নীতলায় দুই ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিকের জেলা জরিমানা নওগাঁ জেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন নওগাঁয় বিএমএসএফ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল সহ ০২ জন গ্রেফতার কক্সবাজারে খুলনার টিপু হত্যায় জড়িত তিনজন সিলেট থেকে গ্রেফতার কুষ্টিয়ার দৌলতপুরে বিদশী পিস্তল গুলিসহ  আটক ২ জীবনের ছুটে যাওয়া নামাজ কীভাবে আদায় করব? নতুন মূল্য নির্ধারণ: ১২ কেজির এলপিজি’র দাম ১৪৫৯ টাকা হেলমান্দের পথে-প্রান্তরে হাজার বছরের ঐতিহ্য বগুড়ায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণের লক্ষ্যে কর্মশালা গাজায় যুদ্ধ করতে চায় না অনেক ইসরায়েলি সেনা ঘণ্টায় ২০০০ ডলার দিয়ে দমকলকর্মী ভাড়া করছে লস অ্যাঞ্জেলেসের ধনীরা চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তান
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন

উচ্চাভিলাষ পরকাল ভুলিয়ে রাখে

অনলাইন ডেস্ক
আপলোড সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

আমরা কত ভবিষ্যৎ পরিকল্পনা করি, কত স্বপ্ন দেখি যেন আমরা আরো অনেক দিন বেঁচে থাকব। কিন্তু আমরা ভেবে দেখি না যে এই ভবিষ্যৎ পরিকল্পনা ও সুদীর্ঘ আশা-আকাঙ্ক্ষা আমাদের মৃত্যু থেকে গাফেল রাখে এবং আখিরাত বিমুখ করে তোলে।  

আল্লাহ বলেন, ‘ছাড়ো ওদের। ওরা খানাপিনা করতে থাকুক আর দুনিয়া ভোগ করতে থাকুক। আশা-আকাঙ্ক্ষা ওদের ভুলিয়ে রাখুক। অতঃপর শিগগিরই ওরা জানতে পারবে।’ (সুরা : হিজর, আয়াত : ৩)

আবদুর রহমান সাদি (রহ.) বলেন, এই আয়াতে দুনিয়াদারদের ধমক দেওয়া হয়েছে। কেননা দীর্ঘদিন বেঁচে থাকা ও দীর্ঘ আশার কারণে মানুষ আখিরাত থেকে বিমুখ হয়ে পড়ে। (তাফসিরে সাদি, পৃষ্ঠা ৪২৯)

হাসান বসরি (রহ.) বলেন, ‘বান্দা যখন দীর্ঘ আশা করে তখন তার আমল খারাপ হয়ে যায়।’(তাফসিরে আজওয়াউল বায়ান : ২/২৫৩)

এ জন্য রাসুলুল্লাহ (সা.) আবদুল্লাহ ইবনে ওমর (রা.)-কে উপদেশ দিয়ে বলেন, তুমি দুনিয়াতে একজন অপরিচিত ব্যক্তি অথবা পথিকের মতো হয়ে থাকো। এর পর থেকে ইবনু ওমর (রা.) বলতেন, সন্ধ্যা হলে তুমি সকালের আশা কোরো না এবং সকাল হলে তুমি সন্ধ্যার আশা কোরো না। অসুস্থ হওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে এবং মৃত্যু আসার আগে তুমি তোমার জীবনকে কাজে লাগাও। (বুখারি, হাদিস : ৬৪১৬)

অথচ আমরা অহর্নিশ ছুটে চলেছি আমাদের ভবিষ্যতের স্বপ্ন বাস্তবায়নের পথে। মৃত্যু সম্পর্কে আমরা একেবারেই উদাসীন। সালমান ফারসি (রা.) বলেন, তিন শ্রেণির লোককে দেখলে আমি আশ্চর্য হয়ে যাই—

(১) সেই ব্যক্তি, যে দীর্ঘ আশা-আকাঙ্ক্ষা করে, কিন্তু মৃত্যু নিয়ে মোটেও চিন্তা করে না। অথচ মৃত্যু তাকে খুঁজে বেড়াচ্ছে।

(২) মৃত্যু থেকে গাফেল ব্যক্তি, অথচ তার মৃত্যুর পরই কিয়ামত শুরু হয়ে যাবে।

(৩) সেই ব্যক্তি, যে গালভরে হাসে, কিন্তু সে জানে না যে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট নাকি রাগান্বিত। (গাজালি, ইহয়াউ উলুমিদ্দিন ৪/৪৫৪)

পার্থিব আশার চোরাবালিতে ডুবে গেছে আমাদের জীবন। ফলে ইবাদতগুলো হয়ে গেছে প্রাণহীন, সেখানে আর অল্পে তুষ্টির আবাদ হয় না। অথচ বল্গাহীন আকাঙ্ক্ষার লাগাম টেনে ধরে আমরা আমাদের আমল সুন্দর করতে পারতাম এবং অল্পে তুষ্ট থেকে আখিরাতের পাথেয় সঞ্চয় করতে পারতাম।

আবুল লায়েস সামারকান্দি (রহ.) বলেন, ‘যে ব্যক্তি পার্থিব আশা-আকাঙ্ক্ষা কম করে, মহান আল্লাহ তাকে চারভাবে সম্মানিত করেন, (১) তাকে আল্লাহর অনুগত্যে অবিচলতা দান করেন। (২) তার পার্থিব দুশ্চিন্তা হ্রাস করে দেন। (৩) স্বল্প উপার্জনের ওপর সন্তুষ্ট থাকার তাওফিক দান করেন এবং তার অন্তর আলোকিত করে দেন।


এই বিভাগের আরও খবর