ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা মো. জাহেদুর রহমান জানান, রুবেল সেখানে সিসিটিভি ক্যামেরার সঙ্গে ইন্টারনেট সংযোগের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে তার লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, নিহত রুবেলের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।