শিরোনাম
যশোরের মনিরামপুরের সাংবাদিকের উপরে হামলা কোহলির পাশে দাঁড়ালেন গাঙ্গুলী নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো : ফখরুল ভাঙ্গায় ১৫ কেজি গাঁজাসহ ২ নারী ভুয়া সাংবাদিক আটক সদরপুরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত জালিয়াতির অভিযোগ, শিল্পী সমিতি থেকে বহিষ্কার নিপুণ আমাদের ভালো মানুষ দরকার : তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থানে আহত সূর্য সন্তানদের ভোটার করতে হাসপাতালে যাবে ইসি আবারও রিয়ালের সভাপতি নির্বাচিত হলেন পেরেজ এসি তানজিলসহ ৩ পুলিশ সদস্যকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠাল ট্রাইব্যুনাল মান্দা মডেল প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক ও সম্পাদক পলাশ চৌহালী উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত গার্লফ্রেন্ডকেই বিয়ে করলেন গায়ক দর্শন রাভাল ‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী উপার্জন হালাল হলে দোয়া কবুল হয় সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের আয়কর নথি জব্দের আদেশ বন্দী বিনিময় সফল হবে, আশাবাদ কাতারের কোথায় আছেন শিরীন শারমিন চৌধুরী তামিমের হলোটা কী! রূপগঞ্জে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন

কুষ্টিয়া বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত

এন এইস সোহান কুষ্টিয়া
আপলোড সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

কুষ্টিয়ায় ২৬ ডিসেম্বর ১০.৩০ মিনিটের সময় কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের বিজিবির অধীনস্থ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৫৭/২-এর নিকট (বাংলাদেশের অভ্যন্তরে) প্রতিপক্ষ ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ এর সাথে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

উক্ত সৌজন্য সাক্ষাতে উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডার বিজিবি-বিএসএফ এর মধ্যে বন্ধুত্বপূর্ণ সু-সম্পর্ক ও সহযোগিতার মনোভাব বজায় রেখে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নিয়ে আলোচনা ও ঐক্যমত পোষণ করেন।

দুপক্ষের আলোচনার বিষয়বস্তু ছিল নিম্নোক্ত তুলে ধরা হলো ১. কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক কর্তৃক প্রতিপক্ষ ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্টকে জানান যে, মুলত গত ১৮ ডিসেম্বর চিলমারী বিওপির প্রতিপক্ষ চরভদ্রা বিএসএফ ক্যাম্পের সদস্যগণ কর্তৃক সীমান্তে ফায়ারিং এর ঘটনার প্রেক্ষিতে এ ধরণের ঘটনার সঠিক ব্যাখ্যা নির্ণয় এবং পুনরাবৃত্তি রোধে যৌথ পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আজকের এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়েছে। অধিনায়ক আরো বলেন যে সীমান্তে কোন ধরনের ফায়ারিং ঘটনা কাঙ্খিত নয়। এ ঘটনার বিষয়ে আরো জানতে চাইলে প্রতিপক্ষ ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট জানান যে, কাউকে উদ্দেশ্য না করে শুধুমাত্র চোরাকারবারীদের ভয়-ভীতি দেখানোর জন্য ফাঁকা ফায়ার করা হয়েছে। এছাড়াও বাংলাদেশী জনসাধারণের উপর কোন অবস্থাতেই প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বা ফায়ারিং না করার বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক বিএসএফ কমান্ড্যান্টকে অনুরোধ জানান। প্রতিউত্তরে বিএসএফ কমান্ড্যান্ট এ বিষয়ে একমত পোষণ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে উভয় দেশে বিদ্যমান চোরাকারবারি দের বিরুদ্ধে যৌথ পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

২. কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক কর্তৃক প্রতিপক্ষ ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট এর নিকট জানতে চাওয়া হয় যে, চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে বিএসএফ কর্তৃক সীমান্তে ২০০ গজ ভারতের অভ্যন্তরে যে পরিখা খনন করা হয়েছে তা কি উদ্দেশ্যে খনন করা হয়েছে। এর প্রতিউত্তরে বিএসএফ কমান্ড্যান্ট জানান যে, এটা শুধুমাত্র অবৈধভাবে গরু/মহিষের চোরাচালান রোধের উদ্দেশ্যে খনন করা হয়েছে। এটা কোন প্রতিরক্ষা কাজে ব্যবহারের জন্য খনন করা হয়নি।

৩. কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক কর্তৃক সীমান্তে অতিরিক্ত বিএসএফ এর জনবল বৃদ্ধির কারণ জানতে চাইলে, প্রতিউত্তরে ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ এর কামন্ড্যান্ট জানান যে, শুধুমাত্র সীমান্তে অবৈধভাবে চোরাচালান রোধ করার লক্ষ্যে বিএসএফ এর জনবল বৃদ্ধি করা হয়েছে।

৪. বিএসএফ কমান্ডান্ট আরো জানান যে ভারত থেকে মাদকদ্রব্য, নিষিদ্ধ পণ্য ও গরু/মহিষ যাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ না করে সে বিষয়ে পূর্ব হতে বিএসএফকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক কর্তৃক অনুরোধ জানানোর ফলে তারা গত তিন মাস সময়কালে ৯০০০ বোতল ফেন্সিডিল, ২০০ কেজি গাঁজা, মদ ও হেরোইন সহ উল্লেখযোগ্য সংখ্যক গরু/মহিষ ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে আটক করা হয়েছে, এবং সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারি সহ উল্লেখযোগ্য সংখক ভারতীয় দুষ্কৃতকারীদের সুনির্দিষ্ট অপরাধ এর ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।

৫. সীমান্ত সুরক্ষা জোরদার করার লক্ষ্যে চোরাকারবারী বা দুষ্কৃতিকারীদের অবৈধ কার্যক্রম প্রতিরোধে উভয় দেশের বিজিবি-বিএসএফ এর কোম্পানী/বিওপি কমান্ডারদের মধ্যে আরও কার্যকর যোগাযোগ ও সমন্বয় প্রতিষ্ঠার জন্য কমান্ড্যান্ট ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ কর্তৃক কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক এর নিকট অনুরোধ জানালে প্রতিউত্তরে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান এ ব্যাপারে বিজিবির পক্ষ হতে বিএসএফকে সর্বাত্নক সহযোগিতা করা হবে বলে আশ্বাস প্রদান করেন।

উক্ত সৌজন্য সাক্ষাতে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন অধিনায়ক লেঃ কর্নেল মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব বিক্রম দেব সিং, কমান্ড্যান্ট ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ, রওশনবাগ, ভারত। পরিশেষে, উভয় দেশের শান্তি ও সহযোগিতা কামনা করে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাত শেষ হয়।


এই বিভাগের আরও খবর