বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার আলোকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলোকদিয়া গ্রামের হাসান শিকদারের স্ত্রী। তিনি দীর্ঘদিন যাবত বাড়ির পাশে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু হান্নান বলেন, কোহিনুর বেগম রেললাইন অতিক্রম করছিলেন। একই সময়ে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। পরে স্বজনরা নিহতের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। সংবাদ পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানান স্টেশন মাস্টার।