পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদ্রাসায় পাঠদান শেষে মোটরসাইকেল নিয়ে কালিরবাজার এলাকায় যাচ্ছিলেন নুরুল সর্দার। নতুন বাসস্ট্যান্ড এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় গুরুতর আঘাত পেলে মাদ্রাসা শিক্ষককে উদ্ধার করে মাদারীপুর জেলা ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন মামুন জানান, মোটরসাইকেল আরোহীর হেলমেট না থাকায় মাথায় গুরুতর আঘাত পায় নুরুল সরদার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।