কুষ্টিয়ার দৌলতপুরে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ করা হয়েছে।২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার দুপুর ১টায় দৌলতপুর উপজেলা কৃষি অফিস চত্বরে উপস্থিত কৃষকদের মাঝে স্বনা সুপার গোল্ড ও সুপার হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।
দৌলতপুর কৃষি সম্প্রসারণ অধিদফতর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ কার্যক্রমের আয়োজন করে।২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে জনপ্রতি ২ কেজি করে ধানের বীজ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী আহম্মেদ সহ সংশ্লিষ্ট দফতরের অন্যান্য কর্মকর্তা।