নাটোরের সিংড়ায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ধান রোপন শুরু করেছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় চলনবিলের বালুভরা – নিংগইন বিলে চারা রোপন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার মাহমুদুল হাসান, জেলা কৃষি প্রকৌশলী অফিসার মাহবুবুর রহমান, পৌরসভা ব্লকের উপ- সহকারী কৃষি কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদসহ
উপ – সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ জানান,
এটা প্রযুক্তির উৎকর্ষ। যা কৃষকদের মাঝে নতুনত্ব এনে দিয়েছে। কৃষি বিভাগের সহযোগিতায় বালুভরা, নিংগইন বিলে ১৫০ বিঘা জমিতে এই পদ্ধতিতে ইরি বোরো রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। কৃষি বিভাগ সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে সহযোগিতা এবং পরামর্শ দিয়ে যাচ্ছে।