গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজার নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল আজ ২৫ ডিসেম্বর সকাল৯ টা ১৫ মিনিটের সময় জেলার ভেড়ামারা থানাধীন পুরাতন উদ্দিনপোন মোড়ের সামনে পাঁকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ১২ কেজি গাঁজা, নগদ ২০০টাকা, ১টি মোবাইল এবং ১টি সিম, যাহার আনুমানিক মূল্য ৩,৬০,০০০/- টাকা সহ ২৫ বছর বয়সি শ্যামল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। আসামী শ্যামল ইসলাম দৌলতপুর বাগওয়ান কান্দিপাড়া গ্রামের তোজাম বিশ্বাসের ছেলে। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে।