শিরোনাম
রূপগঞ্জে তারুণ্যের উৎসবে বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতা সদরপুরে হত্যা মামলার আসামি ধরতে গিয়ে দুই পুলিশ আহত যশোররে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণ ফরিদপুরে চুরি করতে গিয়ে চিনে ফেলায় হত্যা, অতঃপর আটক ৩ পত্নীতলায় দুই ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিকের জেলা জরিমানা নওগাঁ জেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন নওগাঁয় বিএমএসএফ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল সহ ০২ জন গ্রেফতার কক্সবাজারে খুলনার টিপু হত্যায় জড়িত তিনজন সিলেট থেকে গ্রেফতার কুষ্টিয়ার দৌলতপুরে বিদশী পিস্তল গুলিসহ  আটক ২ জীবনের ছুটে যাওয়া নামাজ কীভাবে আদায় করব? নতুন মূল্য নির্ধারণ: ১২ কেজির এলপিজি’র দাম ১৪৫৯ টাকা হেলমান্দের পথে-প্রান্তরে হাজার বছরের ঐতিহ্য বগুড়ায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণের লক্ষ্যে কর্মশালা গাজায় যুদ্ধ করতে চায় না অনেক ইসরায়েলি সেনা ঘণ্টায় ২০০০ ডলার দিয়ে দমকলকর্মী ভাড়া করছে লস অ্যাঞ্জেলেসের ধনীরা চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তান
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

১৭ হাজার বছর আগের বরফযুগের শিশুর তুন জীবন ও মৃত্যুর কারণ উন্মোচিত

Mst Sweety
আপলোড সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

প্রায় ১৭ হাজার বছর আগে ইতালির দক্ষিণাঞ্চলে বরফযুগে বসবাস করা এক শিশুর জীবন সম্পর্কে বিজ্ঞানীরা নতুন তথ্য আবিষ্কার করেছেন। ১৯৯৮ সালে প্রত্নতত্ত্ববিদ মাউরো কালাত্তিনি ইতালির মনোপোলি অঞ্চলের গ্রোত্তা দেলে মুরা গুহা থেকে শিশুটির অবশিষ্টাংশ আবিষ্কার করেন। গবেষণায় জানা গেছে, শিশুটি সম্ভবত জন্মগত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল।

ডিএনএ বিশ্লেষণ থেকে জানা যায়, শিশুটি ছিল ছেলে এবং তার চোখ ছিল নীল। গায়ের রঙ ছিল গাঢ় এবং চুল ছিল কোঁকড়া ও গাঢ় বাদামি থেকে প্রায় কালো। তবে তার শারীরিক বিকাশ ছিল দুর্বল এবং নিকট আত্মীয়ের মধ্যে বিবাহের ফলে সে জন্মগ্রহণ করেছিল। শিশুটির কবরের পাশে কোনো কবরসামগ্রী পাওয়া যায়নি। তাকে দুটি পাথরের স্ল্যাবের নিচে সমাহিত করা হয়েছিল, যা ওই গুহায় পাওয়া একমাত্র কবর।

২০ সেপ্টেম্বর নেচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে এই শিশুর জীবন ও চেহারা সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এটি দক্ষিণ ইউরোপের প্রাচীন মানুষের জনসংখ্যা নিয়ে মূল্যবান তথ্য দিয়েছে।

ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয়ের মলিকুলার নৃতাত্ত্বিক আলেসান্দ্রা মোডি বলেন, জেনেটিক বিশ্লেষণে দেখা গেছে, শিশুটির বাবা-মা ছিল নিকট সম্পর্কের—সম্ভবত প্রথম চাচাতো ভাই-বোন। এই ধরনের ঘটনা প্যালিওলিথিক যুগে বিরল হলেও নীয়লিথিক যুগে তুলনামূলক বেশি দেখা গেছে।

বোলোনিয়া বিশ্ববিদ্যালয়ের শারীরিক নৃতত্ত্বের অধ্যাপক স্তেফানো বেনাজ্জি বলেন, আমাদের কাজটি বরফযুগের প্রাথমিক জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় উন্মোচন করেছে। বিভিন্ন বিশ্লেষণ পদ্ধতির সমন্বয়ে আমরা এই শিশুটির বেড়ে ওঠা ও জীবনযাপনের অবস্থা সম্পর্কে এমন তথ্য জানতে পেরেছি, যা আগে কখনো সম্ভব হয়নি। একই সঙ্গে এ গবেষণায় তার মায়ের জীবন এবং সে সময়কার শিকারি-সংগ্রাহক গোষ্ঠীর জীবন সম্পর্কে ধারণা পাওয়া গেছে।

সিয়েনা বিশ্ববিদ্যালয়ের নৃতাত্ত্বিক বিশ্লেষণ শিশুটির শারীরিক বিকাশ বোঝার ভিত্তি তৈরি করেছে। বিশ্ববিদ্যালয়ের স্তেফানো রিচি বলেন, বিভিন্ন গবেষণা পদ্ধতির সমন্বয়ে এই শিশুর জীবন ও মৃত্যুর বিবরণ অত্যন্ত সুনির্দিষ্টভাবে পুনর্গঠন করা সম্ভব হয়েছে।

গবেষকরা মনে করছেন, বরফযুগের এই শিশুর জীবন বিশ্লেষণ প্রাচীন মানুষের জীবনযাত্রা, শারীরিক অবস্থা এবং সামাজিক ব্যবস্থার অনেক অজানা দিক উন্মোচনে সহায়তা করবে।


এই বিভাগের আরও খবর