শিরোনাম
যশোররে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণ ফরিদপুরে চুরি করতে গিয়ে চিনে ফেলায় হত্যা, অতঃপর আটক ৩ পত্নীতলায় দুই ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিকের জেলা জরিমানা নওগাঁ জেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন নওগাঁয় বিএমএসএফ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল সহ ০২ জন গ্রেফতার কক্সবাজারে খুলনার টিপু হত্যায় জড়িত তিনজন সিলেট থেকে গ্রেফতার কুষ্টিয়ার দৌলতপুরে বিদশী পিস্তল গুলিসহ  আটক ২ জীবনের ছুটে যাওয়া নামাজ কীভাবে আদায় করব? নতুন মূল্য নির্ধারণ: ১২ কেজির এলপিজি’র দাম ১৪৫৯ টাকা হেলমান্দের পথে-প্রান্তরে হাজার বছরের ঐতিহ্য বগুড়ায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণের লক্ষ্যে কর্মশালা গাজায় যুদ্ধ করতে চায় না অনেক ইসরায়েলি সেনা ঘণ্টায় ২০০০ ডলার দিয়ে দমকলকর্মী ভাড়া করছে লস অ্যাঞ্জেলেসের ধনীরা চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তান সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেফতার জালিমের করুণ পরিণতি
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন

তালতলীতে ইয়াবা ব্যবসায়ী আটক ২

অনলাইন ডেস্ক
আপলোড সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

বরগুনার তালতলী উপজেলায় ডিবি পুলিশের অভিযানে চিহ্নিত দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন ১। মেলেন (৩৪) পিতা উচাচিন ২। মোঃ মনির (৪০)পিতা মোঃ শাহজাহান জোমাদ্দারের ছেলে তারা দুইজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে।

গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটককৃত’রা তাঁতিপাড়ার রাখাইন মেলেন ও মনির নিশানবাড়িয়া ইউনিয়নের তাঁতিপাড়া এলাকার বাসিন্দা।

সোমবার (২৪ ডিসেম্বর ) রাত ১১:০০ টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তাঁতিপাড়া এলাকা থেকে স্থানীয় দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্য বহন করা ৪৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

জানা যায়,(ডিবি) পুলিশের এস আই সুশীল কুমার বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে জানায়,মাদক বিক্রি জন্য মনির ও মেলেন বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান নিয়ে তাঁতিপাড়ায় এলাকায় একটি ঘরে অবস্থান করে। এমন সংবাদ পেয়ে সেখানে সাদা পোষাকে অভিযান চালানো হয়। মোটরসাইকেল ড্রাইভার মনির বলে বেশি লাগলে এনে দেওয়া যাবে। পরে তার দেওয়া তথ্যমতে তল্লাশি চালিয়ে সেখান থেকে ৪৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

ডিবি পুলিশের এস আই সুশীল কুমার কালবেলাকে জানায়,মনির ও মেলেন দুইজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। মনির পেশায় একজন মোটরসাইকেল ড্রাইভার মোটরসাইকেল চালানোর পাশাপাশি তিনি বিভিন্ন এলাকায় পাইকারি ও খুুচরা মূল্যে ইয়াবা সর্বহারা করে। এই ইয়াবা গুলো স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতে তাঁতিপাড়া এলাকায় এসেছে। জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করেছে মোটরসাইকেল ড্রাইভার মনির।

এই ঘটনায় গ্রেফতারকৃত চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী ব্যক্তিদের আসামি করে তালতলী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে


এই বিভাগের আরও খবর