বিকাল সোয়া ৩টার দিকে নোঙ্গর করা জাহাজে মরদেহগুলো পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।
জাহাজটি চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জ উদ্দেশ্যে যাচ্ছিল। তবে জাহাজটি হরিনা এলাকায় নোঙ্গর করা অবস্থায় ছিল।
নিহতরা হলেন- মাস্টার কিবরিয়া, ড্রাইভার সালাউদ্দিন (৪৫), চুকানি আমিনুল মুন্সি, গ্রীজার সজীবুল ইসলাম (২৫), লস্কর আজিজুল ও মাজেদুল। একজনের পরিচয় জানা যায়নি। এদের বাড়ি নড়াইল জেলায়। শুধু মাস্টার কিবরিয়ার বাড়ি ফরিদপুরে।
খবর পেয়ে মুকুর চাকমা, সদর ও হাজীগঞ্জ সার্কেল, এএসপি, সরেজমিন দেখতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আসেন। মুমূর্ষু অবস্থায় জুয়েল (২৮) এর শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় প্রেরণ করা হয়।