আজ সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সুলেমান হলে আয়োজিত ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার গণসংলাপ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকি একথা বলেন।
তিনি আরও বলেন- সরকারের সব কাজে যে মানুষ সন্তুষ্ট হবে; বিষয়টি এমন নয়। আমাদের বুঝতে হবে- কোন পরিস্থিতিতে এ সরকার ক্ষমতায় এসেছে। তবে সরকারের প্রতি প্রত্যাশা অনেক।
গণসংহতি আন্দোলনের প্রধান বলেন- ২০২৬ সালের জানুয়ারিতে জাতীয় নির্বাচন হবে বলে অন্তর্বতীকালীন সরকার বলেছে। তবে এর আগে অংশীজনদের সাথে আলোচনা করতে হবে। যদিও ইতোমধ্যে অনেকের সাথে আলোচনা হয়েছে। নির্বাচনের আগে ও পরে কী কী সংস্কার প্রয়োজন সেটি আলোচনার মাধ্যমে বের করতে হবে।
অভ্যুত্থানের মধ্যদিয়ে জনগণের রায়ের বাস্তবায়ন হয়েছে উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন- তবে বর্তমানে অনেকে আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। সেটি কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত নয়। মুক্তিযোদ্ধাকেও অসম্মান করা কাম্য নয়। যারা এসব কাজ করেছে- সুষ্ঠু তদন্তসাপেক্ষে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।