বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, যারা আমার ভাইকে শহীদ করল, যারা আমার ভাইকে গুম করল তাদের বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার অধিকার নাই। তাদের বিচারের সম্মুখীন হতে হবে। তার পরে রাজনীতি করেন, কোনো অসুবিধা নাই। রাজনীতি নিয়ে যে কেউ জনগণের কাছে যেতে পারবে, তবে আপনাদের ইলিয়াস আলী, চৌধুরী আলমের হিসাব দিতে হবে। জুলাই আন্দোলনে শহীদ আর আহতদের হিসাব দিতে হবে। লক্ষ কোটি টাকা পাচারের হিসাব দিতে হবে। তারপর রাজনীতি করতে পারবেন, অন্যথায় নয়।
সোমবার দুপুরে ছাতক উপজেলা সদরের পাবলিক খেলার মাঠে আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির তিনি বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। মানুষের চাহিদার সাথে সংস্কার তার রূপ বদলায়। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় সেই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলতে হয়। পুরানো ধ্যান ধারণাকে আকড়ে রাখার দল বিএনপি না। বাংলাদেশের সকল সংস্কারের সাথে বিএনপির জড়িত। সংস্কার বিএনপির রক্তের সাথে মিশে আছে। বিএনপি জানে নতুন প্রজন্ম কি চায়। সে অনুযায়ী বিএনপি রাজনীতি করছে।
জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সদস্য নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান প্রমুখ।