শিরোনাম
যশোরের মনিরামপুরের সাংবাদিকের উপরে হামলা কোহলির পাশে দাঁড়ালেন গাঙ্গুলী নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো : ফখরুল ভাঙ্গায় ১৫ কেজি গাঁজাসহ ২ নারী ভুয়া সাংবাদিক আটক সদরপুরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত জালিয়াতির অভিযোগ, শিল্পী সমিতি থেকে বহিষ্কার নিপুণ আমাদের ভালো মানুষ দরকার : তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থানে আহত সূর্য সন্তানদের ভোটার করতে হাসপাতালে যাবে ইসি আবারও রিয়ালের সভাপতি নির্বাচিত হলেন পেরেজ এসি তানজিলসহ ৩ পুলিশ সদস্যকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠাল ট্রাইব্যুনাল মান্দা মডেল প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক ও সম্পাদক পলাশ চৌহালী উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত গার্লফ্রেন্ডকেই বিয়ে করলেন গায়ক দর্শন রাভাল ‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী উপার্জন হালাল হলে দোয়া কবুল হয় সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের আয়কর নথি জব্দের আদেশ বন্দী বিনিময় সফল হবে, আশাবাদ কাতারের কোথায় আছেন শিরীন শারমিন চৌধুরী তামিমের হলোটা কী! রূপগঞ্জে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় বিয়ের দাবিতে তরুণীর অনশন

Mst Sweety
আপলোড সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

কুষ্টিয়া উপ-বিভাগীয় সড়ক প্রকৌশলীর কার্যালয়ে বিয়ের দাবিতে অনশনে বসেছেন এক তরুণী। সোমবার সকাল থেকে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় সড়ক উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের গাড়ি চালক রাব্বির সাথে বিয়ের দাবিতে ওই নারী অবস্থান করছেন।

রাব্বি আহমেদ ইমরান উপ বিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খানের গাড়ি চালক। রাব্বি বরিশাল জেলার পিরোজপুর এলাকার বাসিন্দা। অনশনকারী তরুণী যমুনা খাতুন (২০) কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের সন্তোষ আলীর মেয়ে। তিনি একজন নৃত্য শিল্পী। বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে থাকেন।

স্থানীয়রা জানান, সকাল বেলা আমরা দেখতে পাই একজন নারী সড়ক অফিসে বিয়ের দাবিতে অবস্থান করছেন। তার সঙ্গে কথা বলে আমরা জানতে পারি গাড়ি চালক রাব্বির সাথে দুই বছর ধরে তার প্রেমের সম্পর্ক রয়েছে।

ওই নারী জানান, তিনি বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে থাকেন। রাব্বির সাথে একটা অনুষ্ঠানে আমার পরিচয় হয়। এরপর মোবাইলে আমাদের প্রেমের সম্পর্ক হয়। দুই বছর ধরে আমাকে শহরের বিভিন্ন জায়গায়, আবাসিক হোটেলে ও ভাড়া বাসায় রেখেছে স্ত্রীর মতো করে। প্রেম হওয়ার পর থেকে আমার সাথে শারিরীক সম্পর্ক করেছে। আমাকে বিয়ের ছলনা দিয়ে সে এতদিন সম্পর্ক করেছে। সে এখন বিয়ে করতে রাজি না। আমার সাথে প্রতারণা করছে। সে আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো।

তিনি আরও বলেন, রাব্বির সঙ্গে সম্পর্ক থাকার কারণে আমি আমার প্রথম স্বামীকে তালাক দিয়েছি। সে প্রলোভন দেখিয়ে আমাকে ভোগ করেছে। এখন বিয়ে করতে রাজি না সে। আজকে আমি অসহায় হয়ে এখানে এসেছি বিয়ের দাবিতে। সে আমার একটি বাচ্চাও নষ্ট করেছে। সে বলেছে আমাকে কোনো দিন ছেড়ে যাবে না। কিন্তু এখন নানা টালবাহানা করছে। আমি রাব্বিকেই বিয়ে করবো। তা-না হলে আমি আত্মহত্যা করবো।

এ বিষয়ে কথা বলার জন্য গাড়ি চালক রাব্বি আহমেদ ইমরান ও উপ-বিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খানের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাদের অফিসে পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেননি।


এই বিভাগের আরও খবর