শিরোনাম
কুষ্টিয়ায় পুলিশ নিয়োগের লিখিত পরীক্ষা ফল প্রকাশ, ৫৭ জন প্রাথমিকভাবে নির্বাচিত কুষ্টিয়ার সিমান্তে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার, যুবক আটক লটারি জিতে রাতারাতি কোটিপতি স্যানিটারি মিস্ত্রি শেখ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়নের’ খোঁজ মিলেছে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা ভারতের পতাকা মাড়ানোর ‘ভাইরাল’ ছবিটি এআই দিয়ে তৈরি: রিউমার স্ক্যানার আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার বাংলাদেশের পতাকা অবমাননার সময় পশ্চিমবঙ্গে হাতেনাতে গ্রেফতার ৩ যুবক সদরপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০ তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের দাবি এই দেশে আর ভারতের আধিপত্য চলবে না: হাসনাত আব্দুল্লাহ ব্রিটিশ পার্লামেন্টে যে তথ্য তুলে ধরা হয়েছিল তা সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: শায়েখ আহমাদুল্লাহ চিন্ময় কৃষ্ণ দাসে ফাঁসির দাবিতে কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ভারতীয় নাগরিক আটক সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু হার না মানা একজন উদার মনের মানুষ ইকবাল হোসেন এর  স্বপ্ন  বো/মা মেরে তাজমহল উড়িয়ে দেয়ার হু/মকি হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন বন্ধ ঘোষণা
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭ পূর্বাহ্ন

ফরজ গোসল না করে সেহরি খেলে কি রোজা হবে?

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

গোসল ফরজ অবস্থায় নামাজ, তাওয়াফ, কুরআন তিলাওয়াত ও স্পর্শ করা এবং মসজিদে যাওয়া করা ছাড়া অন্যান্য সব ধরণের কাজ করা যায়। (বুখারি ২৭৯) সুতরাং সেহরিও খাওয়া যাবে।

যার ওপর গোসল ফরজ তিনি গোসল না করে সেহরি খেতে কোনো নিষেধ নেই। তবে এমতাবস্থায় কুলি করে এবং উভয় হাত ধুয়ে পানাহার করা উত্তম।

গোসল ফরজ অবস্থায় নামাজ, তাওয়াফ, কুরআন তিলাওয়াত ও স্পর্শ করা এবং মসজিদে যাওয়া করা ছাড়া অন্যান্য সবধরণের কাজ করা যায়। (বুখারি ২৭৯) সুতরাং সেহরিও খাওয়া যাবে।

যার ওপর গোসল ফরজ তিনি গোসল না করে সেহরি খেতে কোনো নিষেধ নেই। তবে এমতাবস্থায় কুলি করে এবং উভয় হাত ধুয়ে পানাহার করা উত্তম।

হাদিসে এসেছে, উম্মুল মুমিনীন উম্মে সালামা (রা.) বর্ণনা করেন: সহবাসের ফলে মাঝে-মধ্যে নাপাকি অবস্থায় রাসুল (সা.) সুবহে সাদিক অতিক্রম করতেন, অত:পর গোসল করে রোজা রাখতেন। (বুখারি ১৯২৬)

তবে অন্যান্য কাজ একেবারে নিষেধ না হলেও কোনো কাজ করার আগে গোপনাঙ্গ ধুয়ে নেওয়া ও ওজু করে করে নেওয়ার কথা একাধিক হাদিসে এসেছে।

যেমন, হজরত আয়েশা (রা.) বলতেন, তোমাদের কেউ স্ত্রী সহবাস করলে, অতঃপর গোসলের পূর্বে ঘুমানোর ইচ্ছা করলে সে নামাজের ওজুর মত ওজু না করে ঘুমাবে না। (মুয়াত্তা মালিক ৭৭)

যদি সময় ও সুযোগ থাকে তাহলে সেহরির সময় শেষ হওয়ার পূর্বেই যথা নিয়মে ফরজ গোসল করে নিবেন। যদি তা না পারেন তাহলে আপনার উপর ফরজ হল, ফজরের ওয়াক্ত থাকতেই গোসল করে যথাসময়ে নামাজ আদায় করা।

উল্লেখ্য, গোসল ফরজ হওয়া সত্ত্বেও বিনা ওজরে অপবিত্র অবস্থায় এক ওয়াক্ত নামাজের সময় অতিবাহিত হয়ে যাওয়া মারাত্মক গুনাহ। (বাদায়ে ১/১৫১)

নওফেল বিন মুআবিয়া (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, যার নামাজ ছুটে গেল, যেন তার পরিবার ও সম্পদ সবই ধ্বংস হয়ে গেল। (মুসনাদে আহমাদ ২৩৬৪২)

সুতরাং ফজর নামাজের আগেই গোসল করে নিবেন এবং নামাজ আদায় করবেন।


এই বিভাগের আরও খবর