শিরোনাম
যশোররে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণ ফরিদপুরে চুরি করতে গিয়ে চিনে ফেলায় হত্যা, অতঃপর আটক ৩ পত্নীতলায় দুই ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিকের জেলা জরিমানা নওগাঁ জেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন নওগাঁয় বিএমএসএফ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল সহ ০২ জন গ্রেফতার কক্সবাজারে খুলনার টিপু হত্যায় জড়িত তিনজন সিলেট থেকে গ্রেফতার কুষ্টিয়ার দৌলতপুরে বিদশী পিস্তল গুলিসহ  আটক ২ জীবনের ছুটে যাওয়া নামাজ কীভাবে আদায় করব? নতুন মূল্য নির্ধারণ: ১২ কেজির এলপিজি’র দাম ১৪৫৯ টাকা হেলমান্দের পথে-প্রান্তরে হাজার বছরের ঐতিহ্য বগুড়ায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণের লক্ষ্যে কর্মশালা গাজায় যুদ্ধ করতে চায় না অনেক ইসরায়েলি সেনা ঘণ্টায় ২০০০ ডলার দিয়ে দমকলকর্মী ভাড়া করছে লস অ্যাঞ্জেলেসের ধনীরা চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তান সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেফতার জালিমের করুণ পরিণতি
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

বাংলাদেশ নারী ক্রিকেটারদের বেতন বেড়েছে, কার কত

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি সিরিজ জয়ের জন্য এখন থেকে ম্যাচ ও সুনির্দিষ্ট পরিমাণ বোনাসও পাবেন খেলোয়াড়েরা। গতকাল বিসিবির ১৬তম সভায় বেতনবৃদ্ধি ও বোনাস এবং কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড় তালিকা অনুমোদন দেওয়া হয়।

সভাশেষে বিসিবির দেওয়া সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ জন খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তি এবং ৩০ জনকে জাতীয় চুক্তিতে নেওয়া হয়েছে। নারী ক্রিকেটাররা বেতন পাবেন চারটি গ্রেডে। এর মধ্যে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ২০২৩-২৪ মৌসুমের চেয়ে মাসে ২০ হাজার টাকা বাড়ানো হয়েছে। আর ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন বেড়েছে মাসে ১০ হাজার টাকা করে।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা নারী ক্রিকেটারদেরও বেতন বৃদ্ধি করা হয়েছে। ১ অক্টোবর, ২০২৪ থেকে ৩০ জুন, ২০২৫ অব্দি নারী ক্রিকেটারদের কারা কেন্দ্রীয় চুক্তিতে আছেন তাদের তালিকা প্রকাশ করেছে বিসিবি।

কেন্দ্রীয় চুক্তিতে আছেন মোট ১৮ জন খেলোয়াড়। নতুন চুক্তিতে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের বেতন বাড়ানো হয়েছে মাসে ২০ হাজার টাকা করে। ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের বেতন বেড়েছে মাসে ১০ হাজার টাকা করে।

এর আগে গ্রেড ‘এ’ তে থাকা ক্রিকেটারদের মাসিক বেতন ছিল ১ লক্ষ টাকা, এখন বেড়ে হয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকা। গ্রেড ‘বি’ তে ৮০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা, গ্রেড ‘সি’ তে ৬০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা। গ্রেড ‘ডি’ তে ৫০ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা করা হয়েছে।

শারমিন আক্তার সুপ্তা, মুর্শিদা খাতুন ও মারুফা আক্তার ‘সি’ গ্রেড থেকে ‘বি’ গ্রেডে উন্নীত হয়েছেন। ‘ডি’ গ্রেড থেকে ‘বি’ গ্রেডে উন্নীত হয়েছেন রাবেয়া। এছাড়া ডি ক্যাটাগরি থেকে ‘সি’ ক্যাটাগরিতে এসেছেন সোমা আক্তার।

এছাড়া ম্যাচ ও সিরিজ জয়ের জন্য বোনাসও অনুমোদন করা হয়েছে এবার। ওয়ানডেতে আইসিসি র‍্যাংকিংয়ের ১ থেকে ৩-এর মধ্যে থাকা দলের বিপক্ষে প্রতিটি জয়ের জন্য বোনাস ১ লাখ টাকা। র‍্যাংকিংয়ের ৪ থেকে ৬ নম্বর দলের বিপক্ষে জয়ের জন্য ৭৫ হাজার এবং ৭ থেকে ৯ নম্বর দলের বিপক্ষে জয়ের জন্য ৫০ হাজার টাকা করে বোনাস দেওয়া হবে। একই বোনাস প্রযোজ্য হবে সিরিজ জয়ের ক্ষেত্রেও।

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিটি ম্যাচ জয়ের বোনাস যথাক্রমে ৫০ হাজার (র‍্যাংকিংয়ের ১-৩), ৩৫ হাজার (র‍্যাংকিংয়ের ৪-৬) ও ৩০ হাজার টাকা (র‍্যাংকিংয়ের ৭-৯)। সিরিজ জিতলেও পাওয়া যাবে সমপরিমাণ বোনাস।

নতুন বেতন গ্রেডে কে কোন গ্রেডে আছেন :

গ্রেড ‘এ’-নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকি, রিতু মনি, নাহিদা আক্তার।
গ্রেড ‘বি’-ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, মুর্শিদা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া।
গ্রেড ‘সি’-সোবহানা মোস্তারি, লতা মন্ডল, জাহানারা আলম, স্বর্ণা আক্তার।
গ্রেড ‘ডি’- দিশা বিশ্বাস, সুলতানা খাতুন, দিলারা আক্তার ও সাথী রাণি।


এই বিভাগের আরও খবর