ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পূর্বাচলে ঘুরতে এসে বুয়েট শিক্ষার্থী নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে তিন বন্ধু ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় মুহতাসিম মাসুদ (২২) নামে এক বুয়েট শিক্ষার্থী নিহত হয়েছেন।

সে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের ৩নং ব্রিজ এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত মুহতাসিম রাজধানীর কলাবাগান থানার গ্রীন রোড এলাকার মো. মাসুদ রহমানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ, মো. মেহেদী হাসান খান ও অমিত সাহা মোটরসাইকেলযোগে রূপগঞ্জের পূর্বাচলে নীলা মার্কেট এলাকায় ঘুরতে আসেন। মুহতাসিম মাসুদ সহ তিন বন্ধু ঢাকায় ফেরার জন্য মোটরসাইকেলের কাছে আসে। দ্রুত গতিতে আসা একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মুহতাসিম মাসুদ মারা যায়। গুরুতর আহত অপর দুই শিক্ষার্থী মেহেদী হাসান খান ও অমিত সাহাকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাইভেটকার চালক মো. মুবিন আল মামুনকে (২০) স্থাণীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। মুবিন আল মামুন পল্লবী থানার মিরপুর ডিওএইচএস এলাকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে।
নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, পূর্বাচল নীলা মার্কেট সংলগ্ন ৩০০ ফিট সড়কের নীলা মার্কেট যাত্রী ছাউনির সামনে সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়ি চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে নিহতের বাবা মো. মাসুদ রহমান বাদি হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপপুর পারমাণবিক প্রকল্পে কাঠের স্তূপে আগুন, আতঙ্ক কর্মীদের মধ্যে

পূর্বাচলে ঘুরতে এসে বুয়েট শিক্ষার্থী নিহত

আপডেট সময় : ০৪:১৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে তিন বন্ধু ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় মুহতাসিম মাসুদ (২২) নামে এক বুয়েট শিক্ষার্থী নিহত হয়েছেন।

সে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের ৩নং ব্রিজ এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত মুহতাসিম রাজধানীর কলাবাগান থানার গ্রীন রোড এলাকার মো. মাসুদ রহমানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ, মো. মেহেদী হাসান খান ও অমিত সাহা মোটরসাইকেলযোগে রূপগঞ্জের পূর্বাচলে নীলা মার্কেট এলাকায় ঘুরতে আসেন। মুহতাসিম মাসুদ সহ তিন বন্ধু ঢাকায় ফেরার জন্য মোটরসাইকেলের কাছে আসে। দ্রুত গতিতে আসা একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মুহতাসিম মাসুদ মারা যায়। গুরুতর আহত অপর দুই শিক্ষার্থী মেহেদী হাসান খান ও অমিত সাহাকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাইভেটকার চালক মো. মুবিন আল মামুনকে (২০) স্থাণীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। মুবিন আল মামুন পল্লবী থানার মিরপুর ডিওএইচএস এলাকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে।
নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, পূর্বাচল নীলা মার্কেট সংলগ্ন ৩০০ ফিট সড়কের নীলা মার্কেট যাত্রী ছাউনির সামনে সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়ি চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে নিহতের বাবা মো. মাসুদ রহমান বাদি হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।