ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা মামলার আসামিকে আদালত প্রাঙ্গণে গণধোলাই

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ২৪ বার পড়া হয়েছে

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে গুলি করে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদককে হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতাকে আদালতপাড়ায় গণধোলাই দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার দুপুরে সিলেট আদালতপাড়ায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার আমির হোসেন নুরু সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

জানা গেছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনভুক্ত বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট প্রদানে বাধা দেওয়ায় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেলকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় সুহেলের চাচাতো ভাই লুৎফুর রহমান বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।

গত বুধবার সন্ধ্যায় নগরীর মীরের ময়দানস্থ বাংলাদেশ বেতারের সামনের সড়ক থেকে সায়েম হত্যা মামলার প্রধান আসামি আমির হোসেন নুরুকে গ্রেফতার করে র‌্যাব। রাত ৮টায় তাকে হস্তান্তর করা হয় বালাগঞ্জ থানা পুলিশের কাছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে নেওয়া হয়। আদালত চত্বরে বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগ নেতা আমির হোসেনের ওপর হামলা চালায়। মারধরে আমির হোসেনের নাক ফেটে রক্ত বের হতে দেখা যায়। পরে তাকে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাকে জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ইএসডিও ও ম্যাক্স ফাউন্ডেশনের সম্মাননা প্রদান অনুষ্ঠান

ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা মামলার আসামিকে আদালত প্রাঙ্গণে গণধোলাই

আপডেট সময় : ০২:৪১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে গুলি করে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদককে হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতাকে আদালতপাড়ায় গণধোলাই দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার দুপুরে সিলেট আদালতপাড়ায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার আমির হোসেন নুরু সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

জানা গেছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনভুক্ত বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট প্রদানে বাধা দেওয়ায় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেলকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় সুহেলের চাচাতো ভাই লুৎফুর রহমান বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।

গত বুধবার সন্ধ্যায় নগরীর মীরের ময়দানস্থ বাংলাদেশ বেতারের সামনের সড়ক থেকে সায়েম হত্যা মামলার প্রধান আসামি আমির হোসেন নুরুকে গ্রেফতার করে র‌্যাব। রাত ৮টায় তাকে হস্তান্তর করা হয় বালাগঞ্জ থানা পুলিশের কাছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে নেওয়া হয়। আদালত চত্বরে বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগ নেতা আমির হোসেনের ওপর হামলা চালায়। মারধরে আমির হোসেনের নাক ফেটে রক্ত বের হতে দেখা যায়। পরে তাকে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাকে জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন।