চকরিয়ায় অভিযান চালিয়ে তিন আসামীকে গ্রেফতার করেছে,চকরিয়া থানা পুলিশ। গতকাল ১৬ ডিসেম্বর রাত ১০টা ও আজ সকাল ৮টার মধ্যে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া,বর্তমান পৌরসভা ৫নং ওয়ার্ড খোন্দকার পাড়া এলাকার বাসিন্দা আবুল কাশেমের পুত্র মোঃ রেজাউল করিম (৩০),বদরখালী ২নং ওয়ার্ড কুতুবনগর পাড়া এলাকার বাসিন্দা মহিউদ্দিনের পুত্র মোহাম্মদ জুয়েল প্রকাশ তৌহিদ (২০) ও পূর্ব বড় ভেওলা ৫নং ওয়ার্ড কালাগাজী সিকদার পাড়া এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের পুত্র মোঃ আব্দুর রহিম (২৭)।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর কাদের ভুঁইয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল রাত ও আজ সকালে থানা পুলিশের অভিযানে নারী-শিশু নির্যাতন দমন আইন, মাদক সহ বিভিন্ন মামলার তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হবে বলেও তিনি জানান।