গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার দক্ষিণ জালিয়াপাড়া এলাকার মৃত হামিদ হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৩) ও মৃত আমির আলীর ছেলে মো. আমিন (৩৬)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন এক বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতার দুজন দীর্ঘদিন ধরে কৌশলে মাদকদ্রব্য কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে চট্টগ্রাম জেলা ও নগরের বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীদের কাছে বেশি মূল্যে বিক্রি করতো। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। আসামিদের সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।