শিরোনাম
কোহলির পাশে দাঁড়ালেন গাঙ্গুলী নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো : ফখরুল ভাঙ্গায় ১৫ কেজি গাঁজাসহ ২ নারী ভুয়া সাংবাদিক আটক সদরপুরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত জালিয়াতির অভিযোগ, শিল্পী সমিতি থেকে বহিষ্কার নিপুণ আমাদের ভালো মানুষ দরকার : তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থানে আহত সূর্য সন্তানদের ভোটার করতে হাসপাতালে যাবে ইসি আবারও রিয়ালের সভাপতি নির্বাচিত হলেন পেরেজ এসি তানজিলসহ ৩ পুলিশ সদস্যকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠাল ট্রাইব্যুনাল মান্দা মডেল প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক ও সম্পাদক পলাশ চৌহালী উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত গার্লফ্রেন্ডকেই বিয়ে করলেন গায়ক দর্শন রাভাল ‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী উপার্জন হালাল হলে দোয়া কবুল হয় সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের আয়কর নথি জব্দের আদেশ বন্দী বিনিময় সফল হবে, আশাবাদ কাতারের কোথায় আছেন শিরীন শারমিন চৌধুরী তামিমের হলোটা কী! রূপগঞ্জে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন পতনের পর স্পেনে মুসলমানের জীবন
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

কোটালীপাড়ায় প্রাক-বড়দিন অনুষ্ঠানের খাবার খেয়ে দুই শতাধিক শিশু-কিশোর হাসপাতালে ভর্তি

মনিরুজ্জামান শেখ জুয়েল, গোপালগঞ্জ:
আপলোড সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রাক-বড়দিন অনুষ্ঠানের খাবার খেয়ে প্রায় দুই শতাধিক শিশু-কিশোর অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ শিশু-কিশোরদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের চার্চ অব বাংলাদেশের প্রাক-বড়দিনের অনুষ্ঠানে খাবার খেয়ে এ ঘটনা ঘটে।
জানাগেছে, কান্দি ইউনিয়নের চার্চ অব বাংলাদেশে নামের একটি মিশনারি প্রতিষ্ঠানে সকাল ৯ টা থেকে সংস্থাটির তালিকাভূক্ত ৩শত২০ জন শিশু-কিশোরকে নিয়ে প্রাক-বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করে। এ সকল শিশু-কিশোরকে দুপুর ২ টার দিকে বিরিয়ানী খাবারের প্যাকেট দেওয়া হয়। এই বিরিয়ানীর প্যাকেট বাড়িতে নিয়ে শিশু-কিশোরগণ খাওয়ার পরে সন্ধ্যার দিকে তাদের বমি ও পাতলা পায়খানা শুরু হয়।
পরবর্তীতে অসুস্থ শিশু-কিশোরদের অভিভাবকগণ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। সর্বশেষ রাত সাড়ে ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে দুই শতাধিক শিশু-কিশোরকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য কেন্দ্রসূত্রে জানাগেছে। তবে প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে।
ধারাবাশাইল গ্রামের বিপুল রায়ের স্ত্রী সাথী রায় বলেন, আমার চার মেয়ে ইষ্টিলা রায় (১১), এঞ্জেলা রায় (৯), সৃষ্টি রায় (৬), পল্লবী রায় (৩) সকালে এজি চার্চের অনুষ্ঠানে যায়। বিকেল সাড়ে ৩ টার দিকে ওরা ওই প্রতিষ্ঠানের দেওয়া বিরিয়ানীর প্যাকেট খাবার নিয়ে বাড়িতে আসে। এরপর তারা ওই খাবার খাওয়ার কিছুক্ষন পরই বমি ও পাতলা পায়খানা শুরু হয়। এরপর তাদেরকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসি।
কান্দি ইউনিয়ন চার্চ অব বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার রিপন কুন্দা বলেন, আমাদের সংস্থার তালিকাভূক্ত ৩শত ২০ জন শিশু-কিশোরকে নিয়ে প্রাক-বড়দিনের অনুষ্ঠান করি। এদেরকে স্থানীয় ধারাবাশাইল বাজারের গোবিন্দ বোস হোটেল থেকে বিরিয়ানীর প্যাকেট দেওয়া হয়। এই বিরিয়ানী খেয়ে প্রায় শতাধিক শিশু অসুস্থ হয়ে পড়ে। আমরা এই শিশু উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আমাদের সংস্থার পক্ষ থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানার জন্য ধারাবাশাইল বাজারের হোটেল ব্যবসায়ী গোবিন্দ বোসের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস বলেন, আজ সন্ধ্যার দিক থেকে হাসপাতালে বমি ও পাতলা পায়খানাজনিত সম্যসা নিয়ে শিশু-কিশোরেরা আসতে থাকে। সময় বাড়ার সাথে সাথে এই রোগীদের চাপ বাড়তে থাকে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি খাদ্যজনিত সমস্যা থেকে এরা অসুস্থ হয়েছে। আমরা আমাদের সাধ্যমত চিকিৎসা দিয়ে যাচ্ছি।


এই বিভাগের আরও খবর