শিরোনাম
যশোরের মনিরামপুরের সাংবাদিকের উপরে হামলা কোহলির পাশে দাঁড়ালেন গাঙ্গুলী নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো : ফখরুল ভাঙ্গায় ১৫ কেজি গাঁজাসহ ২ নারী ভুয়া সাংবাদিক আটক সদরপুরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত জালিয়াতির অভিযোগ, শিল্পী সমিতি থেকে বহিষ্কার নিপুণ আমাদের ভালো মানুষ দরকার : তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থানে আহত সূর্য সন্তানদের ভোটার করতে হাসপাতালে যাবে ইসি আবারও রিয়ালের সভাপতি নির্বাচিত হলেন পেরেজ এসি তানজিলসহ ৩ পুলিশ সদস্যকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠাল ট্রাইব্যুনাল মান্দা মডেল প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক ও সম্পাদক পলাশ চৌহালী উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত গার্লফ্রেন্ডকেই বিয়ে করলেন গায়ক দর্শন রাভাল ‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী উপার্জন হালাল হলে দোয়া কবুল হয় সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের আয়কর নথি জব্দের আদেশ বন্দী বিনিময় সফল হবে, আশাবাদ কাতারের কোথায় আছেন শিরীন শারমিন চৌধুরী তামিমের হলোটা কী! রূপগঞ্জে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ নিহত ৩

অনলাইন ডেস্ক
আপলোড সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

ফরিদপুরের ভাঙ্গা ও নগরকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটায় ভাঙ্গায় নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এবং দুপুরে নগরকান্দার আঞ্চলিক সড়কের কলেজ বালিয়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহত দুই বন্ধু হলেন- ফরিদপুর সদর উপজেলার পশ্চিম আলিপুর এলাকার বাসিন্দা খন্দকার মামুনুর রহমান (৪৫) ও চরভদ্রাসন উপজেলা সদর এলাকার খলাবাড়ীর বাসিন্দা মোহাম্মদ গুপি শেখ (৫০)। এ ছাড়া নিহত মো. খালিদ মাতুব্বর (১৪) নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের মধ্য বালিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফরিদপুর থেকে ভাঙ্গায় যাচ্ছিল মোটরসাইকেলটি। অন্যদিকে অজ্ঞাত একটি পরিবহন ভাঙ্গার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভাঙ্গা পৌর এলাকার নওপাড়া বাসস্ট্যান্ডে পৌঁছালে ওভারটেক করতে গিয়ে ওই পরিবহনের নিচে চাপা পড়ে মোটরসাইকেলটি।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. হাবিবুর রহমান জানান, মোটরসাইকেলের আরোহী একজন ঘটনাস্থলেই নিহত হন এবং অন্যজনকে গুরুতর অবস্থায় ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে নগরকান্দার আঞ্চলিক সড়কের কলেজ বালিয়া এলাকায় ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে খালিদ মাতুব্বর নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়।

এদিন দুপুরে উপজেলা সদরের নগরকান্দা-জয়বাংলা আঞ্চলিক সড়কের কলেজ বালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খালিদ নগরকান্দা আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।


এই বিভাগের আরও খবর