শিরোনাম
রূপগঞ্জে তারুণ্যের উৎসবে বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতা সদরপুরে হত্যা মামলার আসামি ধরতে গিয়ে দুই পুলিশ আহত যশোররে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণ ফরিদপুরে চুরি করতে গিয়ে চিনে ফেলায় হত্যা, অতঃপর আটক ৩ পত্নীতলায় দুই ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিকের জেলা জরিমানা নওগাঁ জেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন নওগাঁয় বিএমএসএফ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল সহ ০২ জন গ্রেফতার কক্সবাজারে খুলনার টিপু হত্যায় জড়িত তিনজন সিলেট থেকে গ্রেফতার কুষ্টিয়ার দৌলতপুরে বিদশী পিস্তল গুলিসহ  আটক ২ জীবনের ছুটে যাওয়া নামাজ কীভাবে আদায় করব? নতুন মূল্য নির্ধারণ: ১২ কেজির এলপিজি’র দাম ১৪৫৯ টাকা হেলমান্দের পথে-প্রান্তরে হাজার বছরের ঐতিহ্য বগুড়ায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণের লক্ষ্যে কর্মশালা গাজায় যুদ্ধ করতে চায় না অনেক ইসরায়েলি সেনা ঘণ্টায় ২০০০ ডলার দিয়ে দমকলকর্মী ভাড়া করছে লস অ্যাঞ্জেলেসের ধনীরা চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তান
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

এবার প্রশিক্ষণার্থী ২৫ এএসপিকে শোকজ

অনলাইন ডেস্ক
আপলোড সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় এবার ২৫ প্রশিক্ষণার্থী এএসপিকে শোকজ করা হয়েছে। রবিবার ২৫ জনের নামে শোকজের চিঠি ইস্যু করা হয়। চিঠিতে স্বাক্ষর করেছেন পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) তানভীর সালেহীন ইমন।

এর আগে ৬২ জন প্রশিক্ষার্থী এএসপি এবং ২৫২ জন এসআইকে শোকজ করে চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে নাস্তা না খেয়ে হৈ চৈ করার অভিযোগ নিয়ে আসা হয়েছিল।

রবিবার ২৫ জনকে দেওয়া শোকজের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২৬ নভেম্বর সাপ্তাহিক প্রশিক্ষণ কর্মসূচি অনুযায়ী বিকালের সেশনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্যারেড চালু হওয়ার পর কোম্পানির দায়িত্বপ্রাপ্ত সিএএসআই কেন্দ্রীয় কমান্ডের অংশ হিসেবে দৌঁড়ের নির্দেশ দিলে আপনি আরও কয়েকজনের সঙ্গে যোগসাজস করে দৌঁড় না দিয়ে এলোমেলোভাবে হেঁটে হেঁটে চলা শুরু করেন।

আপনাদের কারণে মাঠের অন্যান্য প্রশিক্ষণার্থীগণ সঠিকভাবে দৌঁড়াতে পারছিল না। আপনাকে বার বার দৌঁড়ানোর কথা বলা হলেও আপনি তার কথায় কর্ণপাত না করে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা বলা শুরু করেন। আপনিসহ আপনার অন্যান্য সহযোগিদের এরূপ কর্মকাণ্ডের ফলে মাঠে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। একজন প্রশিক্ষণরত এএসপি (প্রবেশনার) হিসেবে আপনার এরূপ আচরণ ও কার্যকলাপ মাঠের সার্বিক প্রশিক্ষণ কার্যক্রমকে চরমভাবে ব্যাহত করে এবং মাঠের অন্যান্য প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলাভঙ্গে উৎসাহিত করে।

কেনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে আগামী তিন দিনের মধ্যে পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) তানভীর সালেহীন ইমন বরাবর লিখিতভাবে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। চিঠি ইস্যুর বিষয়টি স্বীকার করলেও এনিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) তানভীর সালেহীন ইমন। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন।


এই বিভাগের আরও খবর