কুষ্টিয়া ৪৭ ব্যাটেলিয়ান বিজিবির অভিযানে বেনাপোল এক্সপ্রেস ট্রেন হতে মালিক বিহীন অবস্থায় ভারতীয় ১২ বোতল এলএসডি ও ৫৩০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে।
কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ পিএসসি জানান গতকাল ১৫ই ডিসেম্বর পোড়াদহ রেল স্টেশনে বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১২ বোতল ভারতীয় এলএসডি ও ৫৩০ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয় যার আনুমানিক বাজার মৃল্য ৬ কোটি ৩৪ লক্ষ ৬০ হাজার টাকা।
উদ্ধারকৃত ভারতীয় এলএসডি ও হিরোইন পোড়াদহ রেলওয়ে স্টেশনে বিজিবির পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে।