জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি অ্যাড. মোয়ায্যাম হোসাইন হেলাল বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা ছিল ভারতের দালাল। ভারত তাকে আশ্রয় দিয়ে এটা প্রমাণ করেছে। স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দিয়ে ভারত প্রমাণ করেছে তারা আমাদের বন্ধু নয়, তারা আমাদের শত্রু। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে সেখানে আশ্রয় নিয়ে বাংলাদেশের মানুষকে নিয়ে এখনো ষড়ন্ত্রে লিপ্ত।
শনিবার বিকাল ৫ টায় ভোলার চরফ্যাশন ব্রজগোপাল টাউন হল চত্বরে জামায়াতের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
চরফ্যাশন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কাসেম সঞ্চালনায় বিশেষ অতিথি কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা একে এম ফখর উদ্দিন খান রাজী, সাবেক ভোলা জেলা আমীর, অধ্যক্ষ মাওলানা মোঃ মোস্তফা কামাল, ভোলা জেলা আমীর মাষ্টার মো. জাকির হোসেন, ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা মো. হারুন অর রশিদ, জামায়াত নেতা সুপ্রিম কোটের সিনিয়র আইনজীবী পারভেজ হোসেন, ভোলা জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।